ডাল লেকের ধারে যোগাসন প্রধানমন্ত্রী মোদীর, সঙ্গী নেতা-মন্ত্রীরা

শ্রীনগর: ২১ জুন দেশজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। যোগাসনকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার নেপথ্যে রয়েছে ভারত। আর এই কৃতিত্বের সিংহভাগই রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর…

শ্রীনগর: ২১ জুন দেশজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। যোগাসনকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার নেপথ্যে রয়েছে ভারত। আর এই কৃতিত্বের সিংহভাগই রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে। তাঁর প্রস্তাবনাকে মান্যতা দিয়েই ২০১৪ সালে যোগাসনকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয় রাষ্ট্রপুঞ্জ। সেই থেকেই দেশের বিভিন্ন প্রান্তে, এমনকী, রাষ্ট্রপুঞ্জের সদর দফতরেও যোগ দিবসে যোগাসন করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বছর তিনি বেছে নিয়েছেন জম্মু-কাশ্মীরের শ্রীনগরকে৷  ডাল লেকের তীরে আন্তর্জাতিক যোগ দিবস পালন করলেন মোদী৷

শুক্রবার সকালে কাশ্মীরের শ্রীনগরে, ডাল লেকের ধারে অবস্থিত শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে যোগ দিবসের আয়োজন করা হয়েছিল৷ সেই অনুষ্ঠানে যোগ দেন মোদী। উপস্থিত ছিলেন অন্যান্য নেতা মন্ত্রীরাও৷ সেখানেই প্রায় ৩০ মিনিট ধরে যোগাসন করেন তিনি। যোগাসনের ইতিবাচক দিকগুলি তুলে ধরেন তিনি৷ আন্তর্জাতিক ক্ষেত্রে যোগাসনের তাৎপর্যও ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী

যোগ দিবসের সকালে মোদী বলেন, “আমরা দশম যোগ দিবস পালন করতে চলেছি। সকলের কাছে আমার অনুরোধ, যোগাসনকে দৈনন্দিন জীবনের সঙ্গী করে তুলুন। যোগাসন শক্তি বৃদ্ধি করে, সুস্বাস্থ্য গড়ে তুলতে সাহায্য করে। আমি খুশি যে, এই বছর শ্রীনগরে এসে যোগ দিবস পালন করতে পেরেছি।” শ্রীনগরকে ‘যোগ এবং সাধনার ভূমি’ বলেও উল্লেখ করেন নমো৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *