কলকাতা: বাংলায় ভোট রাজনীতির সঙ্গে একটা ধারণা অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে৷ মনে করা হয়, সংখ্যালঘু ভোটের সিংহভাগ যায় শাসক দল তৃণমূল কংগ্রেসের ঝুলিতে৷ কিন্তু ২৪-এর লোকসভা ভোটে সেই ধারণা ভাঙতে চলেছে৷ আরামবাগে দাঁড়িয়ে হুঙ্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর৷ সেই সভায় প্রধানমন্ত্রী এদিন মোদী বলেন, “তৃণমূলের অহঙ্কার রয়েছে৷ তারা মনে করে তাদের একটা নিশ্চিত ভোট ব্যাঙ্ক রয়েছে। এবার তৃণমূলের সেই অহঙ্কার ঘুচে যাবে। এবার আর মুসলিম মা বোনেরাও তৃণমূলকে ভোট দেবে না৷ বরং তাদের গুন্ডারাজকে উপড়ে ফেলার জন্য এগিয়ে আসবে।”
সন্দেশখালির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, সন্দেশখলিতে আসল কালপ্রিট কে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তা ভাল করেই জানত। কিন্তু বিশেষ কারণেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়নি৷ সন্দেশখালির মহিলাদের আব্রুর থেকে কিছু লোকের ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বড় হয়ে গেল!