দিদি ‘দেখে নেওয়ার’ কথা বলেন, বিজেপি সেবার কথা বলে! মমতাকে কটাক্ষ মোদীর

দিদি ‘দেখে নেওয়ার’ কথা বলেন, বিজেপি সেবার কথা বলে! মমতাকে কটাক্ষ মোদীর

ডুমুরজলা: বাংলায় একের পর এক জনসভা করতে এসে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন ইস্যুতে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দফার নির্বাচন হয়ে যাওয়ার পরে বিজেপির তরফ থেকে স্পষ্ট দাবি করা হচ্ছে যে তারা নির্বাচনে জিতে গেছেন, আগামী ২ মে জনসমক্ষে শুধু সেটা জানা যাবে। ‌ এই একই দাবি করে এবার তৃণমূল কংগ্রেসকে একহাত নিলেন প্রধানমন্ত্রী। তিনি মন্তব্য করলেন, ২ মে হেরে যাওয়ার পর তৃণমূল কংগ্রেস দলটাই উঠে যাবে! একইসঙ্গে বাংলার মানুষকে ‘দিদি’ হুমকি দিচ্ছেন বলেও কটাক্ষ করেন তিনি।

এদিন ডুমুরজলায় জনসভা করতে এসে মোদী বলেন, বিগত বছরগুলোতে বাংলাকে দুর্দশা ছাড়া কিছুই দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখন তিনি বাংলার মানুষকে হুমকি দিয়ে বলেছেন দেখে নেবেন! কিন্তু বিজেপি শুধু সেবা করার কথা বলে। প্রধানমন্ত্রীর কথায়, এত বছর সরকার চালানোর পর শুধুমাত্র কাটমানি এবং তোলাবাজি করেছে তৃণমূল কংগ্রেস। টাকা আটকে রেখে বাংলার মানুষকে বঞ্চিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বিজেপি সরকার এদের সকলের হাতে সেই টাকা তুলে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী আরো আশ্বস্ত করে বলেছেন, বর্তমান রাজ্য সরকারের কোন প্রকল্প বন্ধ করা হবে না, তবে নির্দিষ্ট প্রকল্পের জন্য টাকা বাড়িয়ে দেওয়া হবে। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরো বলেন, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেছিলেন কিন্তু সেই বিশ্বাস তিনি নিজে ভেঙেছেন। বাংলার মানুষের আবেগ নিয়ে খেলেছে তৃণমূল কংগ্রেস বলে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি তিনি আরো বলেন, তৃণমূল কংগ্রেসের অন্দরে নেতাদের রাগ আরো দিন দিন বাড়ছে, তাই বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর এই দলটাই উঠে যাবে! এদিন কার্যত ভবিষ্যদ্বাণী করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 13 =

মমতাকে ইভিএম খোঁচা, কমিশন নিয়ে কটাক্ষ মোদীর

মমতাকে ইভিএম খোঁচা, কমিশন নিয়ে কটাক্ষ মোদীর

সুন্দরবন:  ভোটের মধ্যে ভোট প্রচারে এসে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ খোঁচা দিয়ে বললেন, ইভিএম নিয়ে উনি অনেক কথা বলেছেন৷ ইভিএম-কে গালি  দিয়েছেন৷ নির্বাচন কমিশনকেও আগেই কাঠগড়ায় তুলেছেন৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবহার, তাঁর শব্দ চয়ন, তাঁর পাগলপনা বাংলার মানুষের মধ্যে চার্চার বিষয় হয়ে উঠেছে৷ 

আরও পড়ুন- এক ঘণ্টারও বেশি সময় বুথে ‘আটকে’ মমতা! উদ্ধারে গেল কেন্দ্রীয় বাহিনী

মোদী বলেন, আপনি বাংলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন৷ এবার বাংলার বিনম্র, সমৃদ্ধ ভাষা, সংস্কার, এখানকার মান-সম্মানকে অপমান করছেন৷ তিনি বলেন, মমতা দিদির জয় শ্রীরাম ধ্বনিতে সমস্যা রয়েছে৷ দুর্গা প্রতিতা বিসর্জন নিয়েও ওঁনার সমস্যা৷ গোটা বাংলা তা জানে৷ কিন্তু এখন তিলক নিয়েও ওঁনার সমস্যা শুরু হয়েছে৷ গেরুয়া বসনকেও উনি সহ্য করতে পারছেন না৷ শুধু তাই নয়, দিদির সমর্থকরা টিকিধারী লোকদের রাক্ষস বলতে শুরু করেছে৷ 

তাঁর খোঁচা, ভোটের জন্য আপনি কাউকে খুশি করতে চাইছেন হয়তো৷ সেটা করতেই পারেন৷ আমাকে খারাপ কথা বলতে চাইলে নিশ্চয়ই বলুন৷ কিন্তু বাংলার মানুষের আস্থাকে গালি দিতে দেব না৷ দিদি যে ভাবে উত্তরপ্রদেশ ও বিহারের মানুষের বিরুদ্ধে শত্রু মনোভাব দেখাচ্ছেন, তাতে ওঁনার রাজনৈতিক চিন্তা ধারা নিয়েই প্রশ্ন উঠছে৷ ভুলে যাবেন না আপনি মুখ্যমন্ত্রী হিসাবে সংবিধানের শপথ নিয়েছেন৷ ভারতের সংবিধান আপনাকে অন্য রাজ্যের মানুষকে অপমান করার অনুমতি দেয় না৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =