ডুমুরজলা: বাংলায় একের পর এক জনসভা করতে এসে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন ইস্যুতে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দফার নির্বাচন হয়ে যাওয়ার পরে বিজেপির তরফ থেকে স্পষ্ট দাবি করা হচ্ছে যে তারা নির্বাচনে জিতে গেছেন, আগামী ২ মে জনসমক্ষে শুধু সেটা জানা যাবে। এই একই দাবি করে এবার তৃণমূল কংগ্রেসকে একহাত নিলেন প্রধানমন্ত্রী। তিনি মন্তব্য করলেন, ২ মে হেরে যাওয়ার পর তৃণমূল কংগ্রেস দলটাই উঠে যাবে! একইসঙ্গে বাংলার মানুষকে ‘দিদি’ হুমকি দিচ্ছেন বলেও কটাক্ষ করেন তিনি।
এদিন ডুমুরজলায় জনসভা করতে এসে মোদী বলেন, বিগত বছরগুলোতে বাংলাকে দুর্দশা ছাড়া কিছুই দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখন তিনি বাংলার মানুষকে হুমকি দিয়ে বলেছেন দেখে নেবেন! কিন্তু বিজেপি শুধু সেবা করার কথা বলে। প্রধানমন্ত্রীর কথায়, এত বছর সরকার চালানোর পর শুধুমাত্র কাটমানি এবং তোলাবাজি করেছে তৃণমূল কংগ্রেস। টাকা আটকে রেখে বাংলার মানুষকে বঞ্চিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বিজেপি সরকার এদের সকলের হাতে সেই টাকা তুলে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী আরো আশ্বস্ত করে বলেছেন, বর্তমান রাজ্য সরকারের কোন প্রকল্প বন্ধ করা হবে না, তবে নির্দিষ্ট প্রকল্পের জন্য টাকা বাড়িয়ে দেওয়া হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরো বলেন, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেছিলেন কিন্তু সেই বিশ্বাস তিনি নিজে ভেঙেছেন। বাংলার মানুষের আবেগ নিয়ে খেলেছে তৃণমূল কংগ্রেস বলে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি তিনি আরো বলেন, তৃণমূল কংগ্রেসের অন্দরে নেতাদের রাগ আরো দিন দিন বাড়ছে, তাই বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর এই দলটাই উঠে যাবে! এদিন কার্যত ভবিষ্যদ্বাণী করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।