স্বাধীনতা দিবসে ভারতীয় ভ্যাকসিনের ঘোষণা করবেন মোদী? তুঙ্গে তৎপর

স্বাধীনতা দিবসে ভারতীয় ভ্যাকসিনের ঘোষণা করবেন মোদী? তুঙ্গে তৎপর

নয়াদিল্লি: বিশ্বের প্রথম করোনা টিকা আবিষ্কারের দাবি জানিয়েছে রাশিয়া৷ শীঘ্রই ভ্যাকসিন বাজারে আনার দাবি জানিয়েছে রুশ প্রশাসন৷ রাশিয়া ভ্যাকসিন প্রস্তুতি শুরু করতেই উদ্যোগ বাড়াল ভারত৷ এ ব্যাপারে ভ্যাকসিন সংক্রান্ত বিশেষ কমিটি ইতিমধ্যেই জরুরি বৈঠক করেছে৷

দেশে এই পর্যন্ত ৩টি করোনা ভ্যাকসিন তৈরির কাজ শুরু হয়েছে৷ এদেশে করোনা ভ্যাকসিন বাজারে এলে তা কীভাবে কাজে লাগানো হবে? কাদের ভ্যাকসিন প্রয়োজন? সরকারি তা বিনা পয়সায় বিলি করবে কি না, ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা চলছে৷

জানা গিয়েছে, আইসিএমআরের সহযোগিতায় ভারত বায়োটেক করোনার ভ্যাকসিন তৈরি করছে৷ ক্যাডিলা কোম্পানি টিকা তৈরির কাজ শুরু করে দিয়েছে৷ তাতে প্রাথমিক সাড়াও মিলছে৷ যাঁদের এই টিকা প্রয়োগ করা হয়েছে, তাদের কোনওরকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি৷ আর এক ভারতীয় কোম্পানি সেরাম ইনস্টিটিউট অক্সফোর্ডের আবিষ্কৃত করোনার ভ্যাকসিন এদেশে তৈরি করছে৷ চতুর্থ পর্বে হিউম্যান ট্রায়াল শুরু করছে৷

মনে করা হচ্ছে, স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী ভারতীয় ভ্যাকসিনের ভবিষ্যত নিয়ে সুস্পষ্ট ধারণা দিতে পারেন৷ আর সেই লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বৈঠকে বসছে কেন্দ্রের বিশেষ কমিটি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =