বাংলা নিয়ে চরম আত্মবিশ্বাসী মোদী! দেখালেন নতুন যুগের সূচনার স্বপ্ন

দলীয় কোন্দল থেকে নজর ঘোরাতেই এই ট্যুইট, প্রতিক্রিয়া কুনালের

পুরুলিয়া: হাতে গুণে বাকি আর মাত্র ৮ টা দিন। রাজ্যের প্রথম দফার বিধানসভা নির্বাচনে মহারণের সাক্ষী থাকবে পুরুলিয়া। সম্প্রতি সেখানে জনসভাও করে গিয়েছেন নরেন্দ্র মোদী। ভোট উত্তেজনাকে বাড়িয়ে দিয়ে এদিন সেই পুরুলিয়া সফরের ‘হাইলাইটস’ সামনে আনলেন তিনি। ভোটের আগেই প্রকাশ পেল গেরুয়া শিবিরের আত্মবিশ্বাসও।

বাংলায় ক্ষমতায় এসে নতুন যুগের সূচনা করতে চলেছে ভারতীয় জনতা পার্টি, এদিন সোশ্যাল মিডিয়ায় এমনটাই প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি সুপ্রিমো নরেন্দ্র মোদী। নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে তিনি পুরুলিয়া সফরের বেশ কিছু দৃশ্য কোলাজ করা একটি ভিডিও শেয়ার করেছেন। ৫ মিনিট ৪৭ সেকেন্ডের ওই ভিডিওতে পুরুলিয়ায় তাঁর ভাষণের উল্লেখযোগ্য অংশ জোড়া হয়েছে। এই ভিডিও শেয়ার করেই চরম আত্মবিশ্বাসী দেশনেতা।

এদিন ট্যুইটারে নরেন্দ্র মোদী লিখেছেন, “পশ্চিমবঙ্গে বিজেপির জয় সে রাজ্যে একটা নতুন উন্নয়নের যুগ সূচনাকে চিহ্নিত করতে চলেছে। একই সঙ্গে তৃণমূলের লোকেদের অত্যাচারও একেবারে বন্ধ হয়ে যাবে।” পশ্চিমবঙ্গে জয় নিয়ে নরেন্দ্র মোদীর আত্মবিশ্বাস যে তুঙ্গে এই ট্যুইট থেকেই তা পরিষ্কার। 

 

প্রধানমন্ত্রীর এহেন ট্যুইটে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তৃণমূল কংগ্রেস। এদিন ঘাসফুল শিবিরের মুখপাত্র কুণাল ঘোষকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ভোটের মুখে দলীয় কোন্দল থেকে সংবাদমাধ্যমে্য ফোকাস ঘোরাতেই এমন ‘অপ্রাসঙ্গিক’ ট্যুইট করতে বাধ্য হয়েছেন নরেন্দ্র মোদী।তাঁর কথায়, “বিজেপির দেউলিয়া ভাব প্রকাশ পেয়ে গিয়েছে, সেটা ঢাকতেই এই ট্যুইট করতে বাধ্য হয়েছেন উনি। যে দলের নিজস্ব প্রার্থী নেই অন্য দল থেকে লোক না এলে দল উঠে যায়, সে দলের কঙ্কালসার অবস্থা প্রকাশ্যে এসে গিয়েছে।” নজর ঘোরাতেই এই ট্যুইট করা হয়েছে বলে সাফ জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + twenty =