pm modi
কলকাতা: আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় হবে রামলালার প্রাণপ্রতিষ্ঠা৷ সেই অনুষ্ঠানে যোগ দেবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তার আগে শুক্রবার থেকে ১১ দিনের জন্য কঠোর অনুশাসন মেনে চলবেন তিনি৷ সন্তদের উপদেশ মেনে এই ১১ দিন তিনি কৃচ্ছ্রসাধনের সঙ্গে জপ, ধ্যান এবং পূজাঅর্চনা করবেন। সেই সঙ্গে চলবে যোগচর্চা। বৃহস্পতিবার থেকে তিনি বিছানা ছেড়ে মাটিতে শুতে শুরু করেছেন৷ রামমন্দির উদ্বোধনের আগে পর্যন্ত মেঝেতেই শোবেন তিনি। কেমন ভাবে কাটবে এই ১১ দিন?
জানা গিয়েছে, ১১ দিনের এই ব্রতপালন পর্বে ভোরে ‘ব্রাহ্মমুহূর্তে’ শয্যাত্যাগ করবেন প্রধানমন্ত্রী। এর পর যথাক্রমে যোগ, শরীরচর্চা এবং ধ্যানপর্বের মধ্যে দিয়ে যাবেন। ‘ব্রতকথা’র নিয়ম মেনে দিনের বেশ কিছু ‘মৌন ব্রত’ পালন করবেন মোদী। পূজার্চনার পাশাপাশ এই ১১ দিন নিয়মিত বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থ পাঠ করবেন প্রধানমন্ত্রী৷