ফের দেশজুড়ে লকডাউন? এবার রাতভর কার্ফুর পরামর্শ মোদীর

ফের দেশজুড়ে লকডাউন? এবার রাতভর কার্ফুর পরামর্শ মোদীর

 

নয়াদিল্লি: বাড়ছে করোনা৷ পরিস্থিতি সামাল দিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বৈঠকে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত৷

করোনা পরিস্থিতি সামাল দিতে আপাতত নাইট কার্ফুর উপর গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ রাত ৯টা বা ১০ থেকে ভোর ৫ কিংবা ৬টা পর্যন্ত করোনা কার্ফুর করার পক্ষে সওয়াল করেছেন প্রধানমন্ত্রী৷ একই সঙ্গে ছোট ছোট এলাকাকে কনটেনমেন্ট জোনে ভাগ করে নেওয়ারও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী৷ তবে, গোটা দেশজুড়ে ফের লকডাউনের কোনও সম্ভবনা পুরোপুরি খারিজ করে দেওয়া হয়েছে ওই বৈঠকে৷

 

করোনা সংক্রমণ মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে টিকা উৎসব পালন করার আবেদন জানিয়েছেন৷ দেশের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে তিনি আজ সন্ধ্যায় এই রাজ্য সহ সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন৷ সেখানে তিনি আগামী ১১ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ভ্যাকসিনকে হাতিয়ার করে টিকা উৎসব পালন করার আবেদন জানিয়েছেন৷ দেশে কঠিন সময় আসছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই সময়ে সতর্কতায় কোনোভাবেই ঢিলেমি করতে দেওয়া যাবে না৷ এছাড়া সম্পূর্ণ লকডাউনের আশঙ্কা উড়িয়ে দিয়ে তিনি মাইক্রো কনটেইনমেন্ট জোন তৈরির উপরে গুরুত্ব দিয়েছেন৷ রাজ্য প্রশাসনের কাছে নাইট কার্ফুর বদলে করোনা কার্ফু শব্দটি ব্যবহার করার আর্জি জানিয়েছেন তিনি৷ প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেননি বাংলার দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে, মুখ্যমন্ত্রী নির্বাচনের কারণে বৈঠকে অংশ নিতে না পারলেও তাঁর পরিবর্তে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে অংশ নেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *