pm modi
কলকাতা: তিনি শুধু রাজনীতি বিদ নন৷ তিনি সামন তালে ভালোবাসেন অ্যাডভেঞ্চার৷ সেই টানেই জনপ্রিয় শো ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এ অংশ নিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ দ্বারকায় গিয়ে সি-ওয়াকিং করলেন নমো। শুধু যে সমুদ্রের নীচে পাড়ি দিয়েছিলেন তা নয়, জলের তলায় বেশ কিছুক্ষণ ধ্যান করতেও দেখা যায় তাঁকে।
রবিবার সকালে গুজরাতে ‘সুদর্শন সেতু’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই সেতু ওখা এবং ভেট দ্বারকা দ্বীপকে সংযুক্ত করে৷ যা দেশের দীর্ঘতম কেবল সেতু। সেখান থেকে তিনি সোজা চলে যান দ্বারকাধীশ মন্দির দর্শনে। সি-ওয়াকিং করে পাঞ্চকুনি সমুদ্র সৈকতে পৌঁছেই স্কুবা ডাইভিং করে সগরের জলে সমাহিত দ্বারকা নগরীর দর্শন করেন মোদী। জলের নীচে বেশ কিছুক্ষণ প্রার্থনা করতেও দেখা যায় তাঁকে। জলে নামার আগে দেখা যায় প্রধানমন্ত্রীর হাতে একটি ময়ূরের পালক রয়েছে। ওই পালকটি তিনি দ্বারকা নগরী দর্শনের সময়ে সমুদ্রের তলায় রেখে আসেন।
দ্বারকা নগরী দর্শনের পর নিজের অভিজ্ঞতা শেয়ার করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘জলের তলায় ডুবে থাকা দ্বারকা নগরী দর্শন এবং সেখানে গিয়ে প্রার্থনা করা এক ঐশ্বরিক অভিজ্ঞতা। প্রাচীন যুগের এক অনুভূতি উপলব্ধ করলাম। ভগবান শ্রী কৃষ্ণকে অনুভব করেছি। তিনি সকলকে আশীর্বাদ করুন।” মোদী আরও বলেন, ‘‘পুরাতত্ত্ববিদেরা বারবার দ্বারকা নগরীর কথা জানিয়েছেন। সমুদ্রের নীচে এই শহর দেখার সৌভাগ্য হল। শ্রীকৃষ্ণ নিজের হাতে এই শহর গড়ে তুলেছিলেন।’’