এবার কলম ধরলেন নমো, নবরাত্রির গান লিখলেন প্রধানমন্ত্রী, মুক্তি পেল মহালয়ার সকালে

এবার কলম ধরলেন নমো, নবরাত্রির গান লিখলেন প্রধানমন্ত্রী, মুক্তি পেল মহালয়ার সকালে

pm modi

কলকাতা:  রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্পী সত্ত্বার কথা কারও অজানা নয়৷ কখনও তুলি হাতে ছবি এঁকেছেন, কখনও কমল হাতে রচনা করেছে কবিতা, গান৷ গান লেখার পাশাপাশি তাতে সুরও দিয়ে থাকেন তিনি৷ তবে এবার সামনে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিল্পী সত্ত্বা৷ অন্য রূপে ধরা দিলেন নমো। এবার হাতে কলম তুলে নিয়েছেন তিনি। গুজরাতি ভাষায় রচনা করলেন গান। গীতিকার হিসাবে নরেন্দ্র মোদীর আত্মপ্রকাশে অনেকেই হতবাক। সঙ্গীত পরিচালক তনিষ্ক বাগচী ও ধ্বানি ভানুশালির সুরে নবরাত্রি উপলক্ষে ‘গারবো’ নামের একটি গান রচনা করেছেন তিনি। আজ শনিবার, মহালয়ার সকালেই মুক্তি পেয়েছে ‘গারবো’। নরেন্দ্র মোদীর প্রতিভায় মুগ্ধ অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। প্রশংসায় ভরালেন তিনি৷ প্রধানমন্ত্রীর এমন কাজ অনুপ্রেরণামূলক বলেও মন্তব্য করেন অভিনেত্রী৷ 

রবিবার থেকে শুরু হচ্ছে নবরাত্রি৷ দেশের বিভিন্ন প্রান্তে ধুমধাম করে পালিত হয় এই উৎসব৷ পশ্চিমী রাজ্য রাজস্থানে এই ন’দিনই গরবা নাচের অনুষ্ঠান চলে৷ তাতে অংশগ্রহণ করেন প্রায় সকলেই৷ আর নবরাত্রি উপলক্ষে দেবীপক্ষের সূচনায় ‘গারবো’ প্রকাশ্যে আনেন গায়িকা ধ্বানি ভানুশালী৷ টুইটে তিনি লেখেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমি ও তানিষ্ক বাগচি আপনার লেখা নিয়ে গারবা বানিয়েছি৷ ফ্রেশ রিদম, কম্পোজিশন ও ফ্লেভার রয়েছে এই গানে৷ যা আমরা সকলের সমানে নিয়ে আসতে চাই৷’’ সোশ্যাল মিডিয়ায় ওই গানের লিঙ্ক পোস্ট করে তনিষ্ক বাগচী ও ধ্বানি ভানুশালিকে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *