New Parliament
নয়াদিল্লি: সংসদের পুরনো ভবনকে বিদায়৷ নতুন সংসদ ভবনের পথচলা শুরু। শেষ বারের মতো পুরনো ভবনেের সেন্ট্রাল হলে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে উপস্থিত রয়েছেন সমস্ত সাংসদেরা। এরই মধ্যে জানা গেল নতুন সংসদ ভবনের নাম হবে ‘পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া’। লোকসভার সচিবালয় থেকে গেজেট বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়৷ (New Parliament)
আজ, গণেশ চতুর্থীর দিন নতুন সংসদ ভবনের কাজ শুরুর জন্য বেছে নেওয়া হয়েছে। সোমবার শুরু হয়েছে সংসদের বিশেষ অধিবেশন৷ এদিনই ছিল পুরনো সংসদ ভবনের শেষ অধিবেশন।
লোকসভার স্পিকার ওম বিড়লা বলেন, ‘‘নতুন সংসদ ভবন সকলের জন্য নতুন আশা, আকাঙ্ক্ষা নিয়ে আসবে।’’ এদিকে, পুরানো সংসদ ভবনের শেষ যৌথ অধিবেশনে বক্তব্য রাখার সময় আবেগঘন হয়ে পড়েন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। ঔপনিবেশিকতার সময় থেকে স্বাধীনতা-পরবর্তী সময়কালে সংসদ ভবনের ইতিহাস স্মরণ করেন তিনি। চন্দ্রযান-সহ ইসরোর সাফল্যের জন্য সরকারকে ধন্যবাদও জানান অধীর চৌধুরী। তবে ভারতকে উন্নত দেশ করে তোলার জন্য সরকার যে সময়সীমা বেঁধে দিয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি৷ অধীর বলেন, ‘‘২০৪৭-এর আগে কেন ভারত উন্নত রাষ্ট্র হবে না?’’
এদিকে, পুরনো সংসদ ভবনের শেষ অধিবেশনে নিজের বক্তৃতায় দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে স্মরণ করেন মোদী। যৌথ অধিবেশনে সেই প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে। একইসঙ্গে তিনি বলেন, ‘আমাদের যৌথভাবে দেশ, সংবিধান ও গণতন্ত্রকে রক্ষা করতে হবে।’
প্রধানমন্ত্রী নিজের বক্তব্যে বলেন, আজ গনেশ চতুর্থীতে নতুন সংসদ ভবনে আমরা সকলে নতুন ভবিষ্যতের শ্রীগনেশ করব। আজ আমরা এখানে আরও একবার দীক্ষিত ভারতের সংকল্প গ্রহণ করব, সেটা বাস্তবায়নের অঙ্গীকার নিয়েই নতুন ভবনে প্রবেশ করছি।