৭ মার্চ হচ্ছে ভোট ঘোষণা? জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী

আসামের জনসভা থেকে ভোট নির্ঘন্ট নিয়ে ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী

আসাম: করোনা কাঁটায় জর্জরিত ২০২০ এখন অতীত। দরজায় কড়া নাড়ছে একুশের বিধানসভা নির্বাচন। চলতি বছর দেশের ৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠিত হতে চলেছে ভোট। দেশের রাজনৈতিক মহলে তারই প্রস্তুতি এখন তুঙ্গে। ঠিক কবে হবে ৫ এলাকার ভোটের দিন ঘোষণা? জানতে মুখিয়ে আছে সকলেই। এই আবহেই ভোট পূর্ববর্তী আসামে পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

মার্চের প্রথম সপ্তাহেই ঘোষিত হতে পারে আসাম, পশ্চিমবঙ্গসহ ৫ রাজ্যের নির্বাচনী নির্ঘন্ট, আসামের জনসভা থেকে এদিন এমনটাই ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী। আসামের ধেমাজি জেলায় এদিন নির্বাচনী জনসভায় উপস্থিত হয়েছিলেন তিনি। সেখান থেকেই ভোটের দিন ঘোষণার ইঙ্গিত শোনা গেছে তাঁর গলায়। ভোটের উত্তেজনার আবহে স্বয়ং প্রধানমন্ত্রীর মুখ থেকে ইঙ্গিত পাওয়ার পর স্বভাবতই শুরু হয়েছে তীব্র জল্পনা। 

এদিন আসাম থেকে জনগণের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে নরেন্দ্র মোদী বলেন, “আমি জানি আপনারা সকলেই ভোটের জন্য অপেক্ষা করছেন। ২০১৬ সালে ভোটের দিন ঘোষণা হয়েছিল মার্চের ৪ তারিখ, আমরা যদি ধরে নিই এবছর ৭ মার্চ নির্ঘন্ট প্রকাশ করা হবে তাহলে খুব ভুল হবে না।” নির্বাচন যখনই হোক, সময় পেলেই আসামবাসীর সঙ্গে দেখা করতে আসবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

বস্তুত, নির্বাচনী আবহে এই নিয়ে মাসে তিনবার আসামে পা রেখেছেন প্রধানমন্ত্রী। এদিনও যথারীতি একাধিক তৈল ও গ্যাস প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি। এছাড়া আসামে একটি নতুন ইঞ্জিনিয়ারিং কলেজের সূচনা এবং অপর একটির ভিত্তিপ্রস্তর স্থাপন করানো হয়েছে প্রধানমন্ত্রীর হাতে। আসাম সফর সেরে পশ্চিমবঙ্গে আসার কথা প্রধানমন্ত্রীর। কলকাতায় দক্ষিণেশ্বর মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন তিনি। তাঁর সফরকে ঘিরে এখন সাজো সাজো রব বঙ্গ বিজেপির অন্দরমহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *