‘দয়া করে কেউ আদালতে যাবেন না’, জামিনের শুনানির আগে আর্জি ফিরহাদ-কন্যার

‘দয়া করে কেউ আদালতে যাবেন না’, জামিনের শুনানির আগে আর্জি ফিরহাদ-কন্যার

কলকাতা:  নারদ মামলায় আজ বুধবার কলকাতা হাইকোর্টে জামিনের শুনানি হবে মন্ত্রী ফিরহাদ হাকিম সহ চার নেতার। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে হবে শুনানি৷ তার আগে সকলকে সংযত থাকার আবেদন জানালেন ফিরহাদ কন্যা প্রিয়দর্শিনী হাকিম৷ ববি সমর্থকদের কাছে তাঁর আর্জি, দয়া করে কেউ আদালতে আসবেন না৷ সবাই কোভিড প্রোটোকল মেনে চলুন৷ 

আরও পড়ুন- শুরু হচ্ছে ‘দুয়ারে রেশন’ প্রকল্প, জানাল খাদ্য দফতর!

প্রসঙ্গত, সোমবার সকালে ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতে হানা দেয় সিবিআই৷ তাঁর গোটা বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী৷ এর পরেই ফিরহাদ হাকিমকে নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে৷ বিকেলে জামিন পেলেও পরে সেই রায়ে স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট৷ ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের জামিন রুখতে তাঁদের বিরুদ্ধে আদালতে প্রভাবশালীর তত্ত্ব পেশ করে সিবিআই৷ সেই সঙ্গে তুলে ধরা হয়েছে নিজাম প্যালেসের বাইরে তৃণমূলের কর্মী-সমর্থকদের তাণ্ডবের কথা৷ ফলে আজ শুনানির দিন সেই ভুল দ্বিতীয়বার চাননা ফিরহাদের পরিবার৷ 

মঙ্গলবার একটি ভিডিয়ো বার্তার তৃণমূল সমর্থকদের উদ্দেশে ফিরহাদ কন্যা বলেন, ‘‘আপনারা সত্যি যদি ফিরহাদ হাকিমকে ভালোবেসে থাকেন, তাহলে তাঁর ইচ্ছা মেনে করোনা মোকাবিলা করুন৷ দয়া করে হাইকোর্টের সামনে আসবেন না৷ আপনারা শান্ত থাকুন, সুরক্ষিত থাকুন৷ কোনও রকম বিশৃঙ্খলা করবেন না৷’’ গতকাল প্রেসিডেন্সি জেলে গিয়েও বাবার সঙ্গে দেখা করেছিলেন প্রিয়দর্শিনী৷ 

আরও পড়ুন- আশা দেখাচ্ছেন রাজ্যের করোনা জয়ীরা, একদিনে সুস্থ ১৯,০০০

আজ হাইকোর্টে চার নেতার জামিনের শুনানি৷ সিবিআই-এর দাবি, এই চারজনই অত্যন্ত প্রভাবশালী৷ তাঁদের জামিন দেওয়া হলে তথ্যপ্রমাণ নষ্ট হতে পারে৷ তাই তাঁদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হোক৷  চার নেতার জামিন হবে, নাকি সিবিআই-এর আর্জি মেনে নেওয়া হবে সেই উত্তর মিলবে আজই৷    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =