plans
কলকাতা: মিটিং-মিছিল হোক বা আন্দোলন, সেখানে অংশগ্রহণকারী মহিলাদের সামাল দিতে অনেক সময়ই প্রয়োজন হয় মহিলা ব়্যাফের৷ সেই চাহিদার কথা মাথায় রেখেই এবার পূর্ণাঙ্গ মহিলা ব়্যাফ ব্যাটালিয়ান গড়ার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। বর্তমান এ রাজ্যে মহিলা পুলিশকর্মীদের নিয়ে গঠিত পল্টুন রয়েছে৷ তবে মহিলাদের নিয়ে পূর্ণাঙ্গ ব়্যাফ ব্যাটালিয়ান নেই। এবার সে পথেই এগোতে চাইছে রাজ্য। শীঘ্র নিয়োগ করা হবে বলেও জানানো হয়েছে৷
রাজ্যে বর্তমানে যে ৩টি ব়্যাফ ব্যাটালিয়ান রয়েছে, সেগুলি পুলিশকর্মীদের নিয়ে গঠিত। রাজ্য পুলিশের কর্তাদের মতে, মহিলা ব়্যাফ তৈরি করা হলে রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার কাজ আরও ভাল ও সুষ্ঠ ভাবে করা সম্ভব হবে। সেই লক্ষ্যেই রাজ্যে পূর্ণাঙ্গ মহিলা ব়্যাফ ব্যাটালিয়ান গড়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এর আগে উইনার্স বাহিনী তৈরির জন্য এক হাজার মহিলা পুলিশকর্মী নিয়োগের কথা ভাবা হয়েছিল। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ব্যারাকপুরে ৮ হাজার পুলিশ কনস্টেবলের প্রশিক্ষণ চলছে৷ তাঁরা আগামী কয়েক মাসের মধ্যেই কাজে যোগ দেবেন। এর পাশাপাশি আরও ১২ হাজার কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য পুলিশ সূত্রে খবর, এদের মধ্যে ৩ হাজার ৬০০ জনই মহিলা। তাদের মধ্যে থেকে এক হাজার জনকে বাছাই করে মহিলা ব়্যাফ ব্যাটালিয়ান গড়ে তোলা হবে৷ এই ব্যাটেলিয়ান তৈরির পর তাদের কোথায় মোতায়েন করা হবে তা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে প্রয়োজন অনুযায়ী বাহিনীকে কাজে লাগানো হবে৷