লোকসভা ভোটে বাংলায় বিজেপির ফল কেমন হবে? ভবিষ্যদ্বাণী করে দিলেন পিকে

লোকসভা ভোটে বাংলায় বিজেপির ফল কেমন হবে? ভবিষ্যদ্বাণী করে দিলেন পিকে

pk

হায়দরাবাদ: লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হয়ে গিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলিও তাঁদের প্রার্থী ঘোষণা  প্রায় সেরে ফেলেছে। এই আবহে ভোটর ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন ভোটকুশলী প্রশান্ত কুমার ওরফে পিকে। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ভোটে কেমন ফল করবে, কত আসনেই বা জয়ী হবে, সে বিষয়ে তাঁর অভিমত জানালেন পিকে৷ 

তাঁর কথায়, লোকসভা ভোটে বিজেপি’র লক্ষ্য ‘আবকি বার ৪০০ পার’৷ কিন্তু, এককভাবে বিজেপির ৩৭০ আসনে জয়ের সম্ভাবনা খুবই কম দেখছেন পিকে৷ তবে পশ্চিমবঙ্গে গেরুয়া শিবিরের ফল সারপ্রাইজিং হবে বলেই তাঁর দাবি। পিকে বলেন, ‘‘আমি কোনও ভবিষ্যদ্বাণী করছি না। তবে পশ্চিমবঙ্গে তৃণমূলের তুলনায় ভাল ফল করবে বিজেপি। পশ্চিমবঙ্গ থেকে বিজেপি’র পক্ষে একটা অভাবনীয় ফল আসতে চলেছে৷ এছাড়া দক্ষিণের রাজ্যগুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বারংবার সফর বিজেপির জন্য ইচিবাচক হবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 8 =