ভূপতিনগর বিস্ফোরণ-কাণ্ডে তদন্ত করুক NIA, মামলা হাই কোর্টে

ভূপতিনগর বিস্ফোরণ-কাণ্ডে তদন্ত করুক NIA, মামলা হাই কোর্টে

f792d13679e8027c0eda2c8b3b6111b1

কলকাতা:  ভূপতিনগর বিস্ফোরণ-কাণ্ডে কেন্দ্রীয় তদন্তের দাবি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। এই ঘটনায় এনআইএ তদন্ত দাবি করা হয়েছে। আদালতে মামলাকারী বলেন, ঘটনাস্থল থেকে তথ্য প্রমাণ লোপাট করা হতে পারে বলে আশঙ্কা তাঁর। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী আগেই এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে চিঠি পাঠিয়েছিলেন। 

আরও পড়ুন- ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্র বিক্ষোভ, উত্তাল মেডিক্যাল, হাইকোর্টে গেলেন রোগীর আত্মীয়

গত শুক্রবারের ঘটনা৷ ওইদিন রাতে কাঁথির ভগবানপুর-২ ব্লকের ভূপতিনগর থানার অর্জুননগর পঞ্চায়েতের অন্তর্গত নাড়ুয়াবিলা গ্রামে তৃণমূলের স্থানীয় বুথ সভাপতির বাড়িতে আচমকাই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় গোটা বাড়ি৷ মৃত্যু হয় তৃণমূল নেতা রাজকুমার মান্না সহ আরও দুই ব্যক্তির।

ঘটনাচক্রে, এই ঘটনার পরের দিনই কাঁথিতে সভা করার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এর পরই এনআইএ তদন্তের দাবি জানান রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী৷ তিনি চিঠি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। কিন্তু বিস্ফোরণের ৭২ ঘণ্টা পরেও এনআইএ তদন্তভার গ্রহণ করেনি৷ এরই মধ্যে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র অধীনে তদন্তের দাবিতে মামলা রুজু হল কলকাতা হাই কোর্টে৷