উড়ে গিয়েছে বাসের সামনেটা, ভিতরে ছিন্নভিন্ন ২৭টা দেহ, পিকনিক করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা

উড়ে গিয়েছে বাসের সামনেটা, ভিতরে ছিন্নভিন্ন ২৭টা দেহ, পিকনিক করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা

Tragic Bus Accident

গুয়াহাটি: বছরের শুরুতেই ভয়ংকর দুর্ঘটনা অসমে। পিকনিক করতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন  ১৪ জন৷ পাড়াপ্রতিবেশিরা মিলে একসঙ্গে পিকনি করতে যাচ্ছিলেন। কিন্তু গন্তব্যে পৌঁছনোর খানিক আগেই বিপত্তি৷ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১৪ জনের। গুরুতর জখম প্রায় ২৭৷  বুধবার ভোর ৫টা নাগাদ দেরগাঁওয়ে দুর্ঘটনাটি ঘটে৷ দ্রুত গতিতে ছুটে চলা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি ট্রাকের। দুমড়ে-মুচ়ড়ে যায় বাসের একাংশ। দুর্ঘটনা কবলিত ওই বাসটিতে ৪৫ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে৷ দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ক্রেন দিয়ে ট্রাকটিকে সরিয়ে শুরু হয়েছে উদ্ধার কাজ৷ আহতদের জোরহাট মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে অধিকাংশেরই অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + seven =