পিএফের নিয়মে বদল, বাড়ল ন্যূনতম জীবনবিমার পরিমাণ!

পিএফের নিয়মে বদল, বাড়ল ন্যূনতম জীবনবিমার পরিমাণ!

নয়াদিল্লি: দেশের প্রায় ৬ কোটি চাকরিজীবীকে বিপাকে ফেলে পিএফে সুদের হার কমিয়েছে কেন্দ্র৷ সুদের হার কমালেও সেই চাকরিজীবীদের জন্য কিছুটা হলেও সুখবর দিল কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের আওতাধীন কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন ইপিএফও৷

সংবাদমাধ্যম সূত্রে খবর, এখন থেকে কর্মরত অবস্থায় কোনও কর্মীর মৃত হলে পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়ার যে নিয়ম ছিল, তা আমূল পরিবর্তন করেছে ইপিএফও৷ কর্মরত অবস্থায় কোনও কর্মীর মৃত হলে, তিনি যদি কোনও সংস্থায় একটানা ১২ মাস কাজ নাও করে থাকেন, তাহলেও পরিবার আর্থিক সহায়তা পাবেন৷ ইপিএফও’র সাম্প্রতিক অছি পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কর্মরত অবস্থায় কর্মীর মৃত্যু হলে ন্যূনতম ৩ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ৬ লক্ষ টাকা আর্থিক সহায়তার পাবেন মৃতের পরিবার৷ আগে সেই অর্থের পরিমাণ ছিল আড়াই লক্ষ টাকা৷

ইপিএফ গ্রাহকদের জন্য একটি জীবনবিমা পরিষেবা দিয়ে থাকে৷ এই পরিষেবা পেতে গেলে গ্রাহককে আলাদা করে কন্ট্রিবিউশন জমা করাতে হবে৷ কর্তৃপক্ষ ওই গ্রাহকের টাকা ইডিএলআই স্কিমে ০.৫ শতাংশ হারে অর্থ জমা করিয়ে থাকে৷ একজন ইপিএফ গ্রাহক প্রতি মাসে তাঁর মূল বেতনে ও  মহার্ঘভাতার ১২ শতাংশ অর্থ ইপিএফ খাতে জমা দেন৷ সমপরিমাণ অর্থ জমা দিয়ে থাকে সংস্থাও৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − 5 =