কেন বাড়ছে পেট্রোল ডিজেলের দাম? এই ২ কারণকে দুষলেন পেট্রোলিয়াম মন্ত্রী

করের টাকা উন্নয়নের কাজেই লাগানো হয় বলে জানিয়েছেন ধর্মেন্দ্র প্রধান

আসাম: দেশজুড়ে জ্বালানি তেলের দাম যে হারে দিন দিন বেড়ে চলেছে তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠতে বাধ্য। গত দু’সপ্তাহের বেশি সময় ধরে একটানা বেড়েছে পেট্রোল ডিজেলের দাম। এমনকি দেশের কিছু কিছু বড় শহরে পেট্রোল হাঁকিয়েছে সেঞ্চুরিও। টানা হয়রানির পর অবশেষে গতকাল জ্বালানি তেলে ১ টাকা মূল্যহ্রাসের কথা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু কেন্দ্রের তরফ এহেন কোনো উদ্যোগ চোখে পড়েনি । এমতাবস্থায় এই মূল্যবৃদ্ধি বিষয়ে মুখ খুললেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী। 

এদিন দেশজুড়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পিছনে দুটি মূল কারণ জানিয়েছেন পেট্রোলিয়াম ও স্বাভাবিক গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেছেন আন্তর্জাতিক বাজারে তেলের উৎপাদন কমে যাওয়ায় এদেশে লাগাতার বাড়ছে পেট্রোল ডিজেলের দাম। এছাড়া, বিশ্বের তৈল সমৃদ্ধ দেশগুলিকেও এ বিষয়ে দোষ দিয়েছেন তিনি। তারা অধিক লাভের চিন্তায় মগ্ন, জানিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। 

আজ সোমবার আসাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিধানসভা নির্বাচনের আগে আসামকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর জনসভার প্রস্তুতি দেখতে গিয়েই সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে রবিবার তেলের দাম প্রসঙ্গে কথা বলেন পেট্রোলিয়াম মন্ত্রী। তিনি বলেন, “এই মূল্যবৃদ্ধির পিছনে মূল দুটি কারণ রয়েছে। আন্তর্জাতিক বাজার জ্বালানি তেলের উৎপাদন কমিয়ে দিয়েছে। এছাড়া তৈল সমৃদ্ধ দেশগুলিও অধিক মুনাফা লাভের আশায় কম তেল সরবরাহ করছে। যে সমস্ত দেশ পেট্রোল ডিজেল আমদানি করে, সেগুলো এর ফলে চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছে।”

এখানেই শেষ নয়, তেলের দাম কমিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ভারত সরকার, এদিন সে কথাও স্পষ্ট করেন ধর্মেন্দ্র প্রধান। তাঁর কথায়, “অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ” (OPEC)-এর কাছে আমরা অনবরত আবেদন জানিয়ে চলেছি। এটা হওয়া উচিত নয়। আশা করি এই ব্যবস্থায় দ্রুত বদল আসবে।” বস্তুত, পেট্রোল ডিজেলের দাম অস্বাভাবিক বৃদ্ধির পিছনে কেউ কেউ কেন্দ্র প্রযুক্ত করের দিকে আঙুল তুলেছেন। সে প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর যুক্তি, জ্বালানি তেলের ক্ষেত্রে কেন্দ্র আর রাজ্য মিলে বহুবিধ উন্নয়নমূলক কাজ করে থাকে। তাই করের প্রয়োজন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − three =