petrol
কলকাতা: বর্ষশেষে মিলতে পারে সুখবর৷ কমতে পারে পেট্রল-ডিজেলের দাম। লিটার প্রতি বেশ কিছুটা দাম কমার ইঙ্গিত মিলেছে। তেল বিপণন সংস্থাগুলি সূত্রের খবর, দাম কমানো নিয়ে সরকারি স্তরে আলোচনাও শুরু হয়েছে। তবে যদি চলতি বছরের শেষে না হয়, তাহলে নতুন বছরের শুরুতেই নিম্নমুখী হতে পারে পেট্রল, ডিজেলের দাম।
হঠাৎ কেন কমছে দাম? সূত্রের খবর, সম্প্রতি তেল বিক্রি করে বিপুল পরিমাণে অর্থ লাভ হয়েছে তেল বিপণন সংস্থাগুলির। জানা গিয়েছে, শেষ ত্রৈমাসিকে বিপুল পরিমাণ লাভ হয়েছে আইওসি, এইচপিসিএল এবং বিপিসিএল-এর। তাদের সম্মিলিত মুনাফার পরিমাণ ২৮ হাজার কোটি টাকা! জানা গিয়েছে, শেষ ত্রৈমাসিকে বিপুল পরিমাণ লাভ হয়েছে আইওসি, এইচপিসিএল এবং বিপিসিএল-এর। তাদের সম্মিলিত মুনাফার পরিমাণ ২৮ হাজার কোটি টাকা! এর পরেই পেট্রল, ডিজেলের দাম কমানো নিয়ে সরকারিস্তরে আলোচনা শুরু হয়। লোকসভা ভোটের আগে জ্বালানির দাম কমার সম্ভাবনা প্রবল। নতুন বছরে লিটার প্রতি প্রতি ১০ টাকা পর্যন্ত দাম কমতে পারে। শুনতে অবাক লাগলেও সরকারি আধিকারিকেরা কিন্তু এমনই ইঙ্গিত দিয়েছেন।