তৃণমূলের রাজভবন অভিযানের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন নাকচ

তৃণমূলের রাজভবন অভিযানের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন নাকচ

petition

কলকাতা: কেন্দ্রীয় প্রকল্পে ‘বঞ্চনা’র প্রতিবাদে রাজভবনের সামনে ধর্নায় বসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যযায় সহ তৃণমূল নেতৃত্ব৷ রাজ্যপাল দেখা না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়ে দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ এদিকে, শনিবারই কলকাতায় ফিরেছেন রাজ্যপাল৷ কলকাতায় পা রেখেই তৃণমূলের আন্দোলন নিয়ে প্রশ্ন তোলেন তিনি৷ রাজ্যপাল সিভি আনন্দ বোসের প্রশ্ন, রাজভবনের সামনে ১৪৪ ধারা থাকা সত্ত্বেও, কী ভাবে সেখানে আন্দোলনের অনুমতি পেল তৃণমূল? এ ব্যাপারে মুখ্য সচিবের কাছেও কৈফিয়ৎ তলব করা হয়েছিল রাজভবনের তরফে। সোমবার আদালতেক কাজ শুরু হতেই কলকাতা হাই কোর্টে এ বিষয়ে মামলা দায়ের করার অনুমতি চায় বিজেপি।  প্রধান বিচারপতি টিএসসি শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার অনুমতি চাওয়া হয়। কিন্তু তৃণমূল কংগ্রেসের রাজভবন অভিযানের বিরুদ্ধে আনা সেই আবেদন নাকচ করে দেয় উচ্চ আদালত।

রবিবার রাতে দার্জিলিং থেকে ফিরে কোনও ভাবেই ধর্নারত অভিষেকের মুখোমুখি হননি সিভি আনন্দ বোস। নর্থ গেট এড়িয়ে তিনি ঢোকেন সাউথ গেট দিয়ে৷ কারণ, নর্থ গেটের অনতিদূরেই ধর্নায় বসেছেন অভিষেকরা৷ সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা ঠিক হওয়াটা আগে দরকার, তারপর সাক্ষাৎ হবে। জানা গিয়েছে, রবিবার রাজভবনের তরফে আচমকাই মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে জানতে চাওয়া হয়, ১৪৪ ধারা কার্যকর রয়েছে এমন এলাকায় মঞ্চ বেঁধে ধর্নার অনুমতি কি আদৌ দিয়েছে কলকাতা পুলিশ?  যদি দেওয়া হয়ে থাকে তবে কে দিলেন এবং কোন আইনে দিলেন?  

বিজেপির তরফেও একই প্রশ্ন করা হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, রাজ্যপাল সোমবারের মধ্যে এই ধর্না নিয়ে কোনও ব্যবস্থা না নেন, তবে তাঁরাও রাজভবন অভিযান করবেন। বিজেপির এই হুঁশিয়ারির মধ্যেই রাজভবন থেকে  চিঠি যা মুখ্যসচিবের কাছে৷ তবে এই নিয়ে মামলার অনুমতি মিলল না হাই কোর্টে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 18 =