মুম্বাই: সুশান্তের আত্মহত্যা তদন্তে এবার নয়া মোড়। মঙ্গলবার অভিনেতার বাবা সুশান্তের বান্ধবী রিয়ার বিরুদ্ধে বিহার পুলিশের কাছে এফআইআর দায়ের করেছিলেন। বুধবার সকালে শোনা গিয়েছিল সেই অভিযোগের পর থেকে নিজেকে বাঁচাতে আইনের দ্বারস্থ হয়েছেন রিয়া। কিন্তু বেলা গড়াতেই এল অন্য খবর। সুশান্তের মামলার বিচার চাইতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।
এই মর্মে দেশের সর্বোচ্চ আদালতের কাছে একটি পিটিশন জমা দিয়েছেন রিয়া। তাঁর আইনজীবী সতীশ মানেশিন্ডে এ কথা জানিয়েছেন। তিনি আরও বলেছেন, মঙ্গলবার রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর করেন সুশান্তের বাবা কে কে সিং। এর পরেই সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেন রিয়া। তবে পালটা কোনও অভিযোগ তিনি দায়ের করেননি। সুপ্রিম কোর্টকে রিয়া আর্জি জানিয়েছেন যে তাঁর বিরুদ্ধে বিহারের মামলাটি যেন মুম্বইয়ে স্থানান্তরিত করা হয়। এই নিয়েই লিখিত আবেদন পেশ করেছেন তিনি।
সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে পাটনার রাজীবনগর থানায় মঙ্গলবার ছেলেকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের করলেন সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং। রিয়ার বিরুদ্ধে সরাসরি অভিযোগ দায়ের করেন তিনি। মামলাটি নথিভুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে পাটনা পুলিশের একটি চার সদস্যের দল মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। দলে দু'জন পরিদর্শক এবং দু'জন উপ-পরিদর্শক রয়েছেন। পাটনার (মধ্য অঞ্চল) আইজি সঞ্জয় সিংহ বলেছেন, “সুশান্ত সিং রাজপুতের বাবার অভিযোগে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা সহ বিভিন্ন ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।” সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট প্রমাণ করে দিয়েছে আত্মহত্যাই করেছেন অভিনেতা। কিন্তু তাঁর মৃত্যুর দেড় মাস পরেও তিনি কেন আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। এদিকে, এই ঘটনার পরই জানা যায় আগাম জামিনের আবেদন করতে পারেন রিয়া। এই নিয়ে আইনজীবীদের সঙ্গে নাকি কথাবার্তাও চলছে তাঁর।
সুশান্তের ভক্ত এবং আরও অনেক সেলিব্রিটি তাঁর আত্মহত্যার তদন্তের বিষয়টি নিয়ে সিবিআই তদন্তের দাবি তুলেছেন। একই সময়ে সুশান্তের দিদি শ্বেতা কীর্তি সিং সিবিআই তদন্ত সম্পর্কে নিজের বক্তব্য পেশ করেছেন। তিনি বলেছেন যে মুম্বই পুলিশ মামলার তদন্ত করছে। তা শেষ হওয়ার অপেক্ষায় রয়েছে পরিবার। তাই পরিবারের তরফে এখনই সিবিআই তদন্তের দাবি তোলা হচ্ছে না।