আরামবাগ: বিজেপি’র ঘরের বউ সুজাতা এখন তৃণমূলের ঘরের মেয়ে৷ একুশের ভোটে আরামবাগ থেকে লড়ছেন তিনি৷ ২০১১ সাল থেকেই এই কেন্দ্র তৃণমূলের দখলে রয়েছে৷ ফলে নিজের কেন্দ্র নিয়ে আশাবাদী তিনি৷
আরও পড়ুন- ভোটারদের বাড়িতে গিয়ে হুমকি, সন্ত্রাস! নিশানায় তৃণমূলের দুষ্কৃতীরা!
এদিন সুজাতা বলেন, বেশ কয়েকটি জায়গায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে৷ কিন্তু যে জায়গাগুলি তৃণমূলের শক্তি ঘাঁটি, সেই সকল জায়গাগুলিতে পরিস্থিতি উত্তপ্ত৷ তাঁর বিস্ফোরক অভিযোগ, নম্বর বুথে তৃণমূলকে ভোট দিলে, ভোট যাচ্ছে বিজেপি’তে৷ মানুষ তৃণমূলকে ভোট দিলেও সেটা চলে যাচ্ছে বিজেপি’র খাতায়৷ সুজাতা আরও বলেন, আরন্দি-২ এ আমাদের কর্মীদের মারধর করা হয়েছে৷ কেন্দ্রীয় বাহিনী একেবারেই নিরপেক্ষ ভূমিকা পালন করছে না৷ তারা মানুষকে বিজেপি’কে ভোট দেওয়ার জন্য ক্রমাগত প্ররোচনা দিচ্ছে৷ এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে৷
প্রসঙ্গত, স্বামী সৌমিত্র খাঁয়ের সঙ্গে বিচ্ছেদের পরেই শিরোনামে উঠে আসেন সুজাতা৷ তৃণমূলে যোগ দেওয়া নিয়েই তাঁদের মধ্যে সমস্যার সূত্রপাত৷ শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরেই তৃণমূল ভবনে গিয়ে ঘাসফুল শিবিরে যোগ দেন সুজাতা।