বিনা হেলমেটে প্রতি মিনিটে প্রাণ হারান ৬ জন! কেন্দ্রীয় রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

বিনা হেলমেটে প্রতি মিনিটে প্রাণ হারান ৬ জন! কেন্দ্রীয় রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

people died

নয়াদিল্লি: হেলমেট না পরার মাশুল গুনতে হয় প্রতি মুহূর্তে৷ তবুও সচেতনতা ফেরেনি৷ সরকারি পরিসংখ্যান বলছে, ২০২২ সালে ভারতে প্রতি ঘণ্টায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৯ জনের৷ এই ১৯ জনের মধ্যে গড়ে ৬ জনই হেলমেট না পরে বাইক চালাতে গিয়ে প্রাণ হারিয়েছেন৷ ২ জনের মৃত্যু হয় গাড়ি চালানোর সময় কিংবা যাত্রীর আসনে বসে সিট বেল্ট না পরায়৷ 

এই তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় সরকারের সড়ক ও হাইওয়ে পরিবহণ মন্ত্রকের রিপোর্টে৷ মঙ্গলবার ২০২২ সালে দেশে পথ দুর্ঘটনা সংক্রান্ত বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে সড়ক ও হাইওয়ে পরিবহণ মন্ত্রক৷ রিপোর্ট বলছে, ২০২২ সালে ৪,৬১,৩১২টি পথ দুর্ঘটনা ঘটেছে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে৷ যার জেরে ১,৬৮,৪৯১ জনের মৃত্যু হয়েছে৷ ২০২১ সালের তুলনায় ২০২২ সালে ১১.৯ শতাংশ বেড়েছে দুর্ঘটনার সংখ্যা৷ বাইক বা গাড়ি চালানোর সময় হেলমেট না পরা, সিট বেল্ট না বাঁধার প্রবণতা আরও বেশি করে বিপদ ডেকে আনছে৷ জানা গিয়েছে, ২০২২ সালে পথ দুর্ঘটনায় নিহত ১ লক্ষ ৬৮ হাজার মানুষের মধ্যে প্রায় ৪৫ শতাংশ মানুষই দু’চাকার যানের চালক বা যাত্রী ছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + eighteen =