সন্ত্রাস রুখতে রাজভবনে ‘শান্তিকক্ষ’ খুললেন রাজ্যপাল, ভোট সংক্রান্ত অভিযোগ জানতে চালু ‘হেল্পলাইন’

সন্ত্রাস রুখতে রাজভবনে ‘শান্তিকক্ষ’ খুললেন রাজ্যপাল, ভোট সংক্রান্ত অভিযোগ জানতে চালু ‘হেল্পলাইন’

কলকাতা: পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতেই রাজ্যে অশান্তির আবহ৷ মনোনয়নকে কেন্দ্র করে দফায় দফায় অশান্তি হয়েছে৷ এই পরিস্থিতিতে রাজ্যপালের স্পষ্ট বার্তা, রাজ্যে পঞ্চায়েত ভোটে কোনও রকম হিংসা বরদাস্ত করা হবে না৷ মনোনয়ন পর্বে ভোট হিংসার সাক্ষী ভাঙড় আর ক্যানিংয়ের গিয়ে নিজে গোটা পরিস্থিতি খতিয়ে দেখেছেন তিনি৷ এ বার রাজভবনে ‘শান্তিকক্ষ’ (পিস রুম) খোলার কথা ঘোষণা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ শনিবার রাতে এ ব্যাপারে রাজভনের তরফে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, ভোট সংক্রান্ত অশান্তি রুখতে সরাসরি রাজভবনে অভিযোগ জানানো যাবে। সেই অভিযোগ পাওয়ার পর রাজ্যপালের তরফে সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনকে অবগত করা হবে। অভিযোগের ভিত্তিতে তারা উপযুক্ত ব্যবস্থা নেবে।

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে সবচেয়ে বেশি সন্ত্রাসের সাক্ষী থেকেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ও ক্যানিং৷ বৃহস্পতিবার মনোনয়নের শেষ দিনেও তৃণমূল এবং আইএসএফের সংঘর্ষে উত্তপ্ত ছিল ভাঙড়-২ ব্লক। কাঠালিয়ার বিজয়গঞ্জ বাজারে মুড়িমুড়কির মতো বোমাবাজি চলে৷ চলে গুলি৷ ভোট সন্ত্রাসের বলি তিন। শুক্রবার সেই এলাকা নিজের চোখে দেখে আসেন খোদ রাজ্যপাল বোস। সেখানে দাঁড়িয়েই বার্তা দিয়েছিলেন, ‘‘আমি বাংলার মানুষকে আশ্বস্ত করছি, এই ভোটে হিংসাকে নির্মূল করতে হবে। যারা হিংসা ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে সংবিধান এবং আইন মেনে যথাযথ পদক্ষেপ করা হবে।’’ এর ২৪ ঘণ্টার মধ্যেই শনিবার ক্যানিংয়ে যান রাজ্যপাল। গত বুধবার ছিল মনোনয়নের চতুর্থ দিন৷ সেদিন ক্যানিংয়ে শাসক তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। ক্যানিংয়ের হিংসা কবলিত এলাকা পরিদর্শনের পর তিনি বলেছিলেন, “গণতন্ত্রে ভয়ের কোনও জায়গা নেই।” ভোটে হিংসা কোনও ভাবেই বরদাস্ত করবেন না বলেও জানিয়ে দেন বোস। এর পরেই ‘শান্তিকক্ষ’ খোলার কথা ঘোষণা করা হয়। পাশাপাশি চালু করা হল হেল্পলাইন নম্বরও।