দোকান বিক্রি করে তৃণমূলের তহবিলে ৭ হাজার চাঁদা, বিল বইয়ে রয়েছে মমতা-অভিষেকের ছবি !

দোকান বিক্রি করে তৃণমূলের তহবিলে ৭ হাজার চাঁদা, বিল বইয়ে রয়েছে মমতা-অভিষেকের ছবি !

 কলকাতা: তৃণমূলের বিরুদ্ধে সরাসরি তোলাবাজির অভিযোগ তুললেন এক ব্যবসায়ী৷ দোকান বিক্রি করায়, শাসকদলের তহবিলে নাকি ৭ হাজার টাকা দিতে হয়েছে তাঁকে! মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে রীতিমতো বিল বই ছাপিয়ে চলছে তোলা আদায়। নামখানার ওই ব্যবসায়ীর অভিযোগ, ২ লক্ষ ৪০ হাজার টাকায় দোকান বিক্রি করেছিলেন তিনি৷ এর জন্য তৃণমূলের তহবিলে ৭ হাজার টাকা দিতে হয়েছে তাঁকে। এই অভিযোগ স্বীকার করে নিয়েছে তৃণমূল ব্লক নেতৃত্ব৷ তাঁদের দাবি, গ্রামের বুথ সভাপতি ও তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাইকে শো-কজ করা হয়েছে।

চলতি বছর জানুয়ারি মাসের শুরুতেই তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছিল শীতলকুচিতে৷ স্থানীয় লালবাজার গ্রাম পঞ্চায়েতের ঠিকাদার নুর ইসলামের অভিযোগ ছিল, এলাকায় তৃণমূল কংগ্রেস সভাপতি নূর বক্ত মিয়া একটি রাস্তা তৈরির জন্য আশি হাজার টাকা দাবি করেছিলেন। কিন্তু, তিনি তা না দেওয়ায় কাজ বন্ধ করে দেওয়া হয়। প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও লাভ হয়নি। অভিযোগ আরও আছে৷ এর আগে এক তৃণমূল নেতার বিরুদ্ধে শালিমার পেন্টসে তোলাবাজির অভিযোগ উঠেছিল। দঃ হাওড়া তৃণমূলের সংখ্যালঘু সেলের প্রেসিডেন্ট সাজ্জাদ আলি শেখের বিরুদ্ধে ফোনে সিকিওরিটি অফিসারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। এবার অভিযোগ নামখানায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *