রত্নার বিরুদ্ধে টিকিট পেলেন না শোভন! পূর্ব বেহালায় গেরুয়া-মুখ পায়েল!

তবে কি এখানেই ইতি শোভন চট্টোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়রের? শুরু জল্পনা

বেহালা: একুশের বিধানসভা নির্বাচনে পূর্ব বেহালা থেকে রত্না চট্টোপাধ্যায়কে প্রার্থী ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস। ঘাসফুলের প্রার্থী তালিকায় শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রীর নাম দেখার সঙ্গে সঙ্গে বঙ্গ রাজনীতির অন্দরমহলে শুরু হয়ে গিয়েছিল গুঞ্জন। কলকাতার প্রাক্তন মেয়রের এলাকা পূর্ব বেহালায় এবার কি তবে স্বামী স্ত্রীর দ্বৈরথ দেখবে বাংলা? কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা করে সেই জল্পনায় কার্যত জল ঢেলে দিল গেরুয়া শিবির।

পূর্ব বেহালা থেকে এবার বিজেপির টিকিট পেলেন না শোভন চট্টোপাধ্যায়, তাঁর জায়গায় এবার রত্না চট্টোপাধ্যায়ের বিপরীতে পদ্মফুল হাতে দেখা যাবে তারকা প্রার্থী পায়েল সরকারকে। শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বঙ্গ রাজনীতিতে দীর্ঘ দিন ধরেই জারি রয়েছে তরজা। তাঁদের ‘বন্ধুত্ব’ নিয়ে রীতিমতো সরস আলোচনাই শোনা যায় চারপাশে। সাধারণ মানুষ কি এই বন্ধুত্ব খুব ভালো চোখে দেখেন? বিজেপির অন্দরেও যে এই সন্দেহ দানা বেঁধেছিল আজকের প্রার্থী তালিকা থেকেই তা স্পষ্ট হয়েছে।

নির্বাচনের টিকিট না পাওয়ায় এখন এক সময়ের তৃণমূল কংগ্রেসের দোর্দণ্ডপ্রতাপ নেতা শোভন চট্টোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ার দাঁড়িয়ে গেছে বড়সড় প্রশ্ন চিহ্নের মুখে। তবে কি এখানেই ইতি শোভন বৈশাখীর রাজনৈতিক জীবন? নাকি দলের টিকিট না পেয়ে অন্য কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন গেরুয়া নেতা? উঠছে একাধিক প্রশ্ন।

উল্টোদিকে, পূর্ব বেহালা থেকে শোভন চট্টোপাধ্যায় ভোটে দাঁড়াবেন, কার্যত এই ভেবেই তাঁর স্ত্রী রত্নাকে টিকিট দিয়েছিল ঘাসফুল শিবির। এমতাবস্থায়, ওই অঞ্চলে টলিউড তারকার জনপ্রিয়তায় ভর করে বৈতরণী পার করতে আশাবাদী গেরুয়া দল। রাজনীতিতে যোগ দিয়েই টিকিট পেয়ে উচ্ছ্বসিত পায়েল সরকারও। তিনি জানিয়েছেন, বেহালার মানুষের জন্য কাজ করতে তিনি আগ্রহী। বিজেপির রাজনৈতিক মতাদর্শের সঙ্গে নিজের চিন্তা ভাবনার মিল পাওয়ার কারণেই গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন বলেও জানিয়েছেন পায়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 12 =