বর্ণাঢ্য রোড শো করে মনোনয়ন দিলেন পায়েল, তুমুল বিক্ষোভের মুখে বাবুল

বর্ণাঢ্য রোড শো করে মনোনয়ন দিলেন পায়েল, তুমুল বিক্ষোভের মুখে বাবুল

কলকাতা:  নীল বাড়ি দখলের লড়াইয়ে বঙ্গে ভোট প্রচার একেবারে জমাজমাট৷ ভোট ময়দানে জোড় প্রচার চালাচ্ছেন তারকা প্রার্থীরাও৷ দু’দিন আগেই রোড শো করে মনোনয়ন জমা দিয়েছেন বিজেপি প্রার্থী যশ দাসগুপ্ত৷ আজ নমোনয়ন জমা দিতে দিলেন বিজেপি’র আরও এক তারকা প্রার্থী পায়েল সরকার৷ মনোনয়ন জমা দিলেন বাবুল সুপ্রিয়ও৷ 

আরও পড়ুন- পিএম কেয়ার্সের টাকার হিসেব থেকে সম্পত্তি বিক্রি, মোদীর থেকে জবাব চাইলেন মমতা

একুশের ভোটে বেহালা পূর্ব কেন্দ্র থেকে বিজেপি’র প্রার্থী পায়েল সরকার৷ আজ সকাল থেকেই হুড খোলা গাড়ি চেপে প্রচার চালান অভিনেত্রী৷ চলে তাঁর বর্ণাঢ্য শোভাযাত্রা৷ জনতার উদ্দেশে হাত নাড়তে নাড়তে এগিয়ে চলেন পায়েল৷ অন্যদিকে আজ পায়েলের সমর্থনে প্রচার অভিযানে সামিল হয়েছিলেন নিশিথ প্রামাণিক৷ রোড শো শেষে মনোনয়নপত্র জমা দেন পায়েল৷ বেহালা পূর্ব কেন্দ্রে তাঁর প্রতিদ্বন্দ্বী শোভন পত্নী রত্না চট্টোপাধ্যায়৷ 

এদিকে আলিপুরে রোড শো করে মনোনয়ন পেশ করার সময় বিক্ষোভের মুখে পড়লেন অপর বিজেপি’র তারকা প্রার্থী বাবুল সুপ্রিয়৷ এদিন জেলাশাসকের দফতরে ঢোকার সময় তাঁর গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী সমর্থকরা৷ অন্যদিকে, জয় শ্রীরাম ধ্বনি তোলেন বিজেপি সমর্থকরা৷ এবার টালিগঞ্জ কেন্দ্র থেকে ভোটে লড়ছেন বাবুল৷

আরও পড়ুন- ভোটের মুখে আর নয় বাইক মিছিল! বড় সিদ্ধান্ত কমিশনের!

এদিন বাবুল সুপ্রিয় দক্ষিণ ২৪ পরগণার জেলা শাসকের কার্যালয়ে মনোনয়ন দিতে ঢোকার মুখে রাস্তা ঘিরে প্রবল বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী সমর্থকরা৷ এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে৷ বিক্ষোভের মাঝেই বাবুল নিজে গাড়ি চালিয়ে জেলা শাসকের অফিসে আসেন৷ উল্লেখযোগ্য বিষয় হল, গাড়ির স্টিয়ারিং ছেড়ে উঠে দাঁড়িয়ে তৃণমূলের কর্মী সমর্থকদের দিকে হাত নাড়েন বাবুল৷ তবে এতে বিক্ষোভের আঁচ বিন্দুমাত্র কমেনি৷ বরং এই আঁচ আরও ছড়িয়ে পড়ে৷ পতাকা নিয়ে তাদের বিক্ষোভ চলতে থাকে৷ এক তৃণমূল কর্মী বলেন, একজন সাংসদ হয়ে বাংলার ভোটে দাঁড়িয়েছেন৷ এর থেকে লজ্জার কী আছে৷ প্রসঙ্গত, টালিগঞ্জে তাঁর বিরুদ্ধে রয়েছে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী অরূপ বিশ্বাস৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *