শ্রাদ্ধের দিনেই বাড়ি ফিরলেন ‘মৃত’ করোনা-রোগী! অদ্ভুত-কাণ্ড বাংলায়!

শ্রাদ্ধের দিনেই বাড়ি ফিরলেন ‘মৃত’ করোনা-রোগী! অদ্ভুত-কাণ্ড বাংলায়!

 কলকাতা: দিন কয়েক আগেও হাসপাতালের নথি অনুযায়ী করনোয় মৃত ব্যক্তি ছিলেন তিনি৷ সেই ‘মৃত’ ব্যক্তিই শ্রাদ্ধের আগে বাড়ি ফিরলেন সশরীরে৷ ওই ব্যক্তির নাম শিবদাস বন্দ্যোপাধ্যায়। ঘটনাটি ঘটেছে বিরাটি বিদ্যাসাগর সরণিতে। এই ঘটনায় তোলপাড় রাজ্যের স্বাস্থ্য মহল৷

গত ৪ নভেম্বর বলরাম সেবামন্দির কোভিড হাসপাতালে ভর্তি হয়েছিলেন শিবদাস বন্দ্যোপাধ্যায়৷  গত ১৩ নভেম্বর খাতায় কমলে শিবদাস বন্দ্যোপাধ্যায়কে মৃত বলে উল্লেখ করে হাসপাতাল কর্তৃপক্ষ৷ ওই দিন হাসপাতাল থেকে ফোন করে তাঁর পরিবারকে জানানো হয় শিবদাসবাবু মারা গিয়েছেন৷ তাঁর মৃত দেহ নিয়ে যাওয়ার কথাও বলা হয় পরিবারকে৷ এর পরেই দেহ নিয়ে শেষকৃত্য সম্পন্ন করে তাঁর পরিবার৷ সেই মতো আজ শ্রাদ্ধ শান্তি হওয়ার কথা ছিল শিবদাসবাবুর৷ বাড়িতে প্যান্ডেল পর্যন্ত বাঁধা হয়ে গিয়েছিল। এদিকে গতকাল অর্থাৎ শুক্রবার রাতে হাসপাতাল থেকে ফোন করে তাঁর পরিবারকে জানানো হয়, ‘মৃত’ শিবদাসবাবু জীবিত আছেন৷ তাঁকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার কথাও বলে হাসপাতাল কর্তৃপক্ষ৷ এর পরেই পায়ে হেঁটে সশরীরে বাড়ি ফেরেন শিবদাসবাবু৷

৪ নভেম্বর খড়দার বাসিন্দা মোহিনীমোহন মুখোপাধ্যায়ও করোনা আক্রান্ত হয়ে ওই একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন৷ গতকাল ফোন করে তাঁর পরিবারকে জানানো হয় মোহিনীবাবু সুস্থ রয়েছেন এবং তাঁকে যেন বাড়ি ফিরিয়ে নেওয়া হয়৷ মোহিনীবাবুর থেলে হাসপাতালে গিয়ে দেখেন যে ব্যক্তিকে তাঁর বাবা বলে নিয়ে আসা হয়েছে, তিনি তাঁর বাবা নন৷ এর পরই হুইল চেয়ারে বসে থাকা ব্যক্তির নাম জানতে চাওয়া হয়৷ তিনি জানান, তাঁর নাম শিবদাস বন্দ্যোপাধ্যায়৷ এর পরেই শিবদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তড়িঘড়ি খবর দেওয়া হয়৷

এই ঘটনায় নিন্দায় সরব হয়েছে বিজেপি৷ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলছে রাজ্য৷ সত্যকে চাপা দেওয়ার চেষ্টা চলছে৷ এ রাজ্যে টেস্টের সংখ্যা ৪০ থেকে ৪৫ হাজারের মধ্যে রাখা হয়েছে যাতে সংক্রমণ ৪ থেকে সাড়ে চার হাজারের বেশি দেখানো না যায়৷ ১০ কোটি লোকের মধ্যে কেন ৪০-৪৫ হাজার টেস্ট হবে? প্রশ্ন তুলেছেন তিনি৷ তাঁর কথায়, বিহারে ১ থেকে দেড় লক্ষ টেস্ট হচ্ছে৷ উত্তরপ্রদেশে ২ লক্ষ টেস্ট হচ্ছে৷ বংলায় সত্যকে ধামাচাপা দিতেই টেস্ট কম করার কৌশল নিয়েছে সরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 13 =