তাইওয়ান: কথায় আছে, খাওয়ার জন্য বাঁচা, বাঁচার জন্য খাওয়া। সরল ভাবে বলতে গেলে, কেউ কেউ আছেন যারা শুধু বাঁচার জন্য খান, আবার কেউ খাওয়ার জন্যই বাঁচেন। এক্ষেত্রে ঘটনাটা হয়তো দ্বিতীয় সূত্রের সঙ্গে মিলে যাচ্ছে। ৬২ দিন ধরে কোমায় থাকার পর হঠাৎ জ্ঞান ফিরল রোগীর। না, চিকিৎসা শাস্ত্রের কোনো ঐতিহাসিক পদক্ষেপের জন্য নয়, শুধুমাত্র নিজের প্রিয় খাবারের নাম শুনে! শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি। এমনটাই ঘটেছে তাইওয়ানে।
জানা গিয়েছে, একটি বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন এক ১৮ বছর বয়সী যুবক। তার নাম চিউ। অবস্থা এতটাই সঙ্গীন ছিল যে তার কমপক্ষে ৬ টি গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার করতে হয়। শরীরের একাধিক জায়গায় আঘাত থাকার পাশাপাশি কিডনি এবং লিভারেও চোট ছিল গুরুতর। অস্ত্রোপচার সফল হওয়ার পরেও কোমায় চলে যায় চিউ। প্রায় ৬২ দিন কেটে যাওয়ার পরেও জ্ঞান ফিরছিল না তার। চিকিৎসকরা আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু চিউয়ের ছোট ভাইয়ের এক সামান্য কথায় জ্ঞান ফিরে আসে তার।
প্রত্যেকদিন ভিজিটিং আওয়ার্সে চিউকে দেখতে আসত তার ছোট ভাই। এদিনও নিয়ম করে এসেছিল। তবে এদিন সে ভাবতেও পারেনি তার এক ছোট্ট মশকরাতে ভাইয়ের জ্ঞান ফিরে আসবে। চিউয়ের অত্যন্ত প্রিয় খাবার ছিল চিকেন ফিলে। হাসপাতালে দেখা করতে এসে তাঁর ভাই মজা করে তাকে বলে, ‘আমি কিন্তু এখন তোমার প্রিয় খাবার খাচ্ছি। চিকেন ফিলে’। ব্যাস, এই কথা শোনার পর এই জ্ঞান ফিরে আসে চিউয়ের। কড়া ডোজের ওষুধ, অস্ত্রোপচার, চিকিৎসকদের এতদিনের পরিশ্রম যা করতে পারেনি, তা করে দিল প্রিয় খাবারের নাম, আশ্চর্য হয়ে গিয়েছেন ডাক্তাররাও। তবে সাময়িকভাবে কাজ হয়েছে এমনটা নয়, চিউ এখন প্রায় পুরোপুরি সুস্থ এবং বাড়ি ফিরে গিয়েছে।তাইওয়ানের ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়া একেবারে সরগরম। নেটিজেনদের আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে এটি।