‘আমি শুধু ফাইলে সই করতাম’, জেরায় বিস্ফোরক পার্থ

‘আমি শুধু ফাইলে সই করতাম’, জেরায় বিস্ফোরক পার্থ

কলকাতা: ইডি হেফজত থেকে জেল ঘুরে সিবিআই হেফজতে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ গত শনিবার থেকে দফায় দফায় তাঁকে জেরা করছেন সিবিআই আধিকারিকরা। জবানবন্দি দেওয়ার সময় বিস্ফোরক দাবি করলেন পার্থ। সিবিআই সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় পার্থ বলেছেন, ‘আমি শুধু ফাইলে সই করতাম’। প্রাক্তন মন্ত্রীর দাবি, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বিশেষ কোনও ভূমিকা ছিল না তাঁর৷ তাঁর কাছে যে ফাইল পাঠানো হত,  তিনি শুধু সেই সকল ফাইলে সই করতেন মাত্র৷ 

আরও পড়ুন- বেসরকারি সংস্থা চালাবে সরকারি বাস? ভাড়া নিয়ে চিন্তা

নিয়োগ দুর্নীতির মামলায় গত ২৩ জুলাই নাকতলার বাড়ি থেকে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফজত থেকে তাঁকে পাঠানো হয় প্রেসিডেন্সি জেলে৷ এরই মধ্যে পার্থকে নিজেদের হেফাজতে চায় সিবিআই৷ গত শুক্রবার সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত৷ শনিবার সকাল থেকেই তাঁকে জেরা করতে শুরু করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। জানা গিয়েছে, তদন্তে খুব বেশি সহযোগিতা করছেন না পার্থ৷ সব প্রশ্নের সদুত্তরও পাননি আধিকারিকেরা। বরং পার্থর দাবি,  নিয়োগ দুর্নীতির বিষয়ে তিনি বিশেষ কিছুই জানতেন না৷ তাঁর কাছে ফাইল যেত আর তিনি শুধুমাত্র তাতে সই করতেন৷ কিন্তু, কিছু না জেনে কী ভাবে সই করতেন শিক্ষামন্ত্রী? সেই প্রশ্ন উঠেছে৷