partha chatterjee
কলকাতা: শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর ২৩ জুলাই গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তারপর থেকেই প্রেসিডেন্সি জেলে বন্দি তিনি৷ বারবার অসুস্থতার যুক্তি খাড়া করেও কোনও লাভ হয়নি। এক বছরেরও বেশি সময় পহেলা বাইশ সেলই তাঁর ঠিকানা। এই এক বছরে মামলার বহর বাড়লেও জামিনের আশা ক্রমেই ক্ষীণ হয়েছে। নিম্ন আদালতে বেশ কয়েক বার জামিনের আর্জি জানালেও, ধোপে টেকেনি কোনও যুক্তিই। সিবিআই ও ইডি-র মামলায় জেল থেকে ছাড়া পাননি তিনি। এবার জামিনের আর্জি নিয়ে কড়া নাড়লেন কলকাতা হাই কোর্টের। তাঁর যুক্তি, তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণই নেই! তাঁকে জামিনে মুক্তি দেওয়া হোক৷
বুধবার সকালে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুরু হয় ইডি বনাম পার্থের এই মামলার শুনানি। কিন্তু শুনানি শুরু হতে না হতেই পিছিয়ে দেওয়া হয় মামলার তারিখ। আদালত জানায়, বুধবার শুনানি সম্ভব নয়৷ এক মাস পর আগামী ৯ অক্টোবর প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের আবেদন শুনবে উচ্চ আদালত৷
চলতি বছর অক্টোবর মাসে দুর্গাপুজো৷ ১৪ অক্টোবর দেবীপক্ষের শুরু। ১৯ অক্টোবর পঞ্চমী। তার ঠিক পাঁচদিন আগে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন আবেদন শুনবে আদালত। গত বছর পুজো জেলেই কেটেছে তাঁর। এই বছর পুজোয় মিলবে কি মুক্তি? নাকি এবারও পুজো কাটবে হাজতে? এই প্রশ্নই এখন বড় হয়ে উঠেছে৷
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ২০২২ সালের জুলাই মাসে গ্রেফতার করে ইডি। এর ১৩ মাস পর জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। তবে ইডি তাঁর জামিনের প্রবল বিরোধিতা করে। পাল্টা আবেদন জানায় তারা। বুধবার সেই মামলারই শুনানি ছিল বিচারপতি ঘোষের এজলাসে। কিন্তু, এদিন মামলাটি শুনানির জন্য ওঠতেই শুনানির তারিখ পিছিয়ে দেওয়ার আবেদন জানায় ইডি৷ সেই আবেদনে সাড়া দিয়ে শুনানির দিন পিঠিয়ে দেয় আদালত৷ পরবর্তী শুনানি হবে আগামী ৯ অক্টোবর৷