সুকান্তকে বাধা! রাজীব কুমার-সহ রাজ্য পুলিশের তিন IPS অফিসারকে তলব সংসদীয় কমিটির

সুকান্তকে বাধা! রাজীব কুমার-সহ রাজ্য পুলিশের তিন IPS অফিসারকে তলব সংসদীয় কমিটির

46173b276adf1a0c29bcee5705c5a65f

কলকাতা: সন্দেশখালি যাওয়ার পথে টাকিতে পুলিশি বাধার মুখে পড়েন বিজেপি’র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে রাস্তাতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখানেই সংজ্ঞা হারান৷ এই ঘটনার প্রতিবাদে সংসদের স্বাধিকার রক্ষা কমিটির কাছে ইমেল মারফত নালিশ ঠুকেছিলেন বালুরঘাটের বিজেপি সাংসদ। সেই অভিযোগের ভিত্তিতেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার-সহ মোট তিন আইপিএস অফিসারকে তলব করল  সংসদের স্বাধিকার রক্ষা কমিটি। আগামী ১৯ ফেব্রুয়ারি তাঁদের ডেকে পাঠানো হয়েছে৷ চরম ক্ষুব্ধ রাজ্যের শাসক শিবির৷  

রাজীব কুমার ছাড়াও বসিরহাটের পুলিশ সুপার হুসেন মেহেদি রহমান এবং উত্তর ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ ডেকে পাঠানো হয়েছে। ১৯ ফেব্রুয়ারি, সোমবার সকাল সাড়ে ১০টায় স্বাধিকার রক্ষা কমিটির কাছে তিন অফিসারকে হাজিরা দিতে হবে। এ তলব প্রসঙ্গে সাংসদ শান্তনু সেন বলেন, “সুকান্ত মজুমদার নাটক করছেন। আর সেই নাটকের ভিত্তিতে রাজ্য পুলিশের তিন আধিকারিককে ডেকে পাঠিয়েছে সংসদীয় কমিটি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *