সংসদের বাইরে গায়ে আগুন দিতে চেয়েছিল সাগররা, শেষ মুহূর্তে বাতিল পরিকল্পনা, জেরায় কবুল

সংসদের বাইরে গায়ে আগুন দিতে চেয়েছিল সাগররা, শেষ মুহূর্তে বাতিল পরিকল্পনা, জেরায় কবুল

parliament

কলকাতা: পুরো প্ল্যানিং করেই সংসদে রং হামলা চালিয়েছিলেন অভিযুক্তরা৷ ‘প্ল্যান এ’ সফল না হলে তৈরি ছিল ‘প্ল্যান বি’। তাতেও ব্যর্থ হলে অস্ত্র ছিল ‘প্ল্যানের থ্রি’৷  পুলিশি জেরায় এমনটাই জানিয়েছেন অন্যতম অভিযুক্ত সাগর শর্মা। পুলিশি জেরায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।

হিন্দুস্তান টাইমস-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গায়ে আগুন দেওয়ার পরিকল্পনাও করেছিলেন হামলাকারীরা। পুলিশের কাছে সাগর জানিয়েছেন, সংসদের বাইরে গায়ে আগুন দেওয়া হবে বলে প্রাথমিক পরিরল্পনা করেছিলেন তাঁরা৷ তবে আগুনে যাতে শারীরিক কোনও ক্ষতি বা প্রাণহানি না ঘটে তার জন্য অগ্নিপ্রতিরোধক ‘জেল’ লাগিয়ে গায়ে আগুন দেওয়া হবে বলেও ঠিক করা হয়েছিল৷ অনলাইনে অগ্নিপ্রতেরোধক ‘জেল’ও কেনা হয়। যদিও  শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল হয়ে যায়৷ 

 সাগর-ললিতদের পরিকল্পনা ছিল, এমন একটিা ঘটনা ঘটানোর যা গোটা দেশে শোরগোল ফেলে দেবে। তাঁদের এই কর্মকাণ্ড যেন সরকারের কাছেও বার্তা পৌঁছে দেবে। তার মধ্যে নিশ্চিত ভাবেই দৃষ্টি আকর্ষণ করত গায়ে আগুন দেওয়ার ঘটনা। শুধু তাই-ই নয়, সংসদের ভিতরে লিফলেট বিলি করা হবে বলেও ঠিক করেছিল অভিযুক্তরা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 14 =