কোটিতে উপার্জন নায়িকার! রাঘবের মোট সম্পত্তি পরিণীতির প্রতি মাসের আয়ের চেয়েও কম

কোটিতে উপার্জন নায়িকার! রাঘবের মোট সম্পত্তি পরিণীতির প্রতি মাসের আয়ের চেয়েও কম

parineeti

মুম্বই: চোখ ধাঁধানো আলোর রোশনাই৷ রাজকীয় আয়োজন৷ রাজস্থানের মরুশহরে সদ্য রূপকথার বিয়ে সেরেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টি সাংসদ রাঘব চাড্ডা৷ পিচালো হ্রদের পাড়ে এক হয়েছে চার হাত৷ এক কথায় চোপড়া ও চাড্ডা পরিবারের বিয়েতে ছিল এলাহি আয়োজন৷ কিন্তু এত আড়ম্বর দেখে অনেকেরই প্রশ্ন, একজন রাজনীতিবিদ কী ভাবে বিয়েতে এত খরচ করতে পারেন? 

বলিপাড়া সূত্রে খবর, রাঘবের উপার্জন যেমনই হোক, পরিণীতির আয় মোটেও কম নয়৷ উপার্জনের দিক থেকে রাঘবের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন ‘ইশকজাদে’ অভিনেত্রী৷  কানাঘুষো, আপ সাংসদ রাঘবের মোট সম্পত্তির পরিমাণ ৩৭ লক্ষ টাকা৷ সেখানে অভিনেত্রীর বার্ষিক আয় ৫ কোটি টাকা৷ অর্থাৎ মাসে ৪০ লক্ষ টাকা৷ এছাড়াও ৬৬ কোটি টাকার সম্পত্তির মালকিন তিনি৷ রয়েছে বিলাসবহুল বাড়ি, গাড়ি৷ 

ছবিতে অভিনয়ের পাশাপাশি একাধিক নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনী মুখ পরিণীতি৷ সেখান থেকেও প্রচুর অর্থ উপার্জন হয় তাঁর৷ মুম্বইয়ে সমুদ্রমুখী একটি অ্যাপার্টমেন্টও রয়েছে পরির। যেই বাড়িটির সম্ভাব্য বাজারমূল্য ২২ কোটি টাকা। অভিনেত্রীর ইনস্টাগ্রামের পাতায় উঁকি দিলেই সেই বাড়ির ঝলক মিলবে৷ মাঝেমধ্যেই সাধের বাড়ির আনাচকানাচের ছবি পোস্ট করে থাকেন পরিণীতি। গোটা ফ্ল্যাটটি সাজানো রয়েছে দামি আসবাবপত্রে৷ নামী ব্র্যান্ডের গাড়ি শোভা পায় তাঁর গ্যারাজে৷ বলা যায় দামী গাড়ির শখ রয়েছে নায়িকার। অডি এবং জাগুয়ার ব্র্যান্ডের একাধিক মডেলের গাড়ি রয়েছে তাঁর সম্ভারে। বেশির ভাগ সময়েই জাগুয়ার এক্সজেএল মডেলের গাড়িতে যাতায়াত করতে দেখা যায় অভিনেত্রীকে।

জাগুয়ার ব্র্যান্ডের এক্সজেএল মডেলের গাড়িটি নিজের গ্যারাজে সাজাতে ৯৯ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত খরচ হতে পারে পরিণীতির। তবে শুধু জাগুয়ারই নয়, অডির মতো নামী ব্র্যান্ডের দু’টি মডেলের গাড়ি রয়েছে পরিণীতির সংগ্রহে। অডি ব্র্যান্ডের এ৬ মডেলের গাড়ি রয়েছে অভিনেত্রীর। এই গাড়িটির দাম ৬১ লক্ষ  থেকে ৬৭ লক্ষ টাকা। এ৬ মডেল ছাড়াও অডি ব্র্যান্ডের কিউ৫ মডেলেরও একটি গাড়ি রয়েছে তাঁর গাড়ির সম্ভারে। এই গাড়িটি কিনতেও প্রায় ৫৫ লক্ষ টাকা খরচ হয়েছে অভিনেত্রীর।

এদিকে, বর রাঘব চালান ২০০৯ ফিচারের মারুতি সুজুকি ডিজায়ার৷ গাড়িটির আনুমানিক দাম এক লক্ষ ৩২ হাজার টাকা। এছাড়াও রাঘবের কাছে রয়েছে চার লক্ষ ৯৪ হাজার টাকার সোনা। বিভিন্ন বন্ডে তাঁর বিনিয়োগ ৬ লক্ষ টাকা৷ উপার্জনের নিরিখে তাঁদের মধ্যে আর্থিক বৈষম্য বিস্তর৷ তবে তা ভালোবাসার পথে অন্তরায় হয়ে দাঁড়ায়নি।যার সম্পত্তি যেমনই হোক না কেন, প্রেম থাকা বেশি প্রয়োজন। আর তা দু’জনের মধ্যে ভরপুর৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =