অমর বন্ধুত্ব! ক্যান্সার আক্রান্ত ঐন্দ্রিলার পাশে থাকতে ন্যাড়া হলেন বন্ধু পারমিতাও

সম্প্রতি দ্বিতীয় বারের জন্য ক্যান্সারে আক্রান্ত হয়েছেন 'জিয়নকাঠি'র অভিনেত্রী

কলকাতা: ‘জিয়নকাঠি’ ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র ঐন্দ্রিলা শর্মার ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর পেয়ে শোকে ভেঙে পড়েছিল গোটা ইন্ডাস্ট্রি। টেলি দুনিয়ার সম্ভাবনাময় এই অভিনেত্রী এই নিয়ে দ্বিতীয় বার মারণ রোগে আক্রান্ত হয়েছেন। তাঁর পাশে থাকার বার্তা দিয়েছিলেন সকলেই। কিন্তু শুধু মুখের কথা নয়, দুঃসময়ে প্রকৃতপক্ষে পাশে থাকার কাজটি করে দেখালেন ঐন্দ্রিলা শর্মার বান্ধবী পারমিতা সেনগুপ্ত।

সম্প্রতি ক্যান্সারের চিকিৎসা হিসেবে কেমোথেরাপি করা হয় ঐন্দ্রিলা শর্মার। আর কেমোথেরাপি করতে হলে যে কোপ পড়ে সাধের চুলে, তা সকলেরই জানা। এক মাথা চুল কেটে একেবারে ন্যাড়া হয়ে গিয়েছেন জিয়নকাঠির অভিনেত্রী। তবে এই কঠিন সময়ে তিনি পাশে পেয়েছেন তাঁর বান্ধবী পারমিতা সেনগুপ্তকে। বন্ধুর বেদনা, মানসিক যন্ত্রণা ভাগ করে নেওয়ার জন্য ন্যাড়া হয়ে গিয়েছেন তিনিও। 

কেমোথেরাপি চলাকালীন লম্বা চুল কেটে ফেলায় অবশ্য বিশেষ আক্ষেপ করতে দেখা যায়নি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে। মাত্র ১৭ বছর বয়সে প্রথম বার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। ২০১৫ সালে সেই রোগের চিকিৎসার পর স্বাভাবিক জীবন যাপনেও ফিরেছিলেন। কিন্তু সম্প্রতি ফের ধরা পড়ে ক্যান্সার। হাসপাতালের বেডে শুয়ে যেদিন তিনি দ্বিতীয় বার মারণ রোগের খবর প্রকাশ করেছিলেন, তাঁর চোখে ছিল জল। দ্রুত সুস্থতার জন্য সকলকে ঈশ্বরের কাছে প্রার্থনা করতেও বলেছিলেন অভিনেত্রী। কিন্তু চুল কাটা নিয়ে কোনোরকম আক্ষেপ করেননি। বরং মুন্ডিত মস্তকের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, “চুলেই নারীর সৌন্দর্য, আর নয়।”

বান্ধবীর পাশে থাকতে, কঠিন সময়ে দুরারোগ্য ব্যাধির সঙ্গে লড়াইয়ের শক্তি জোগাতে, সর্বোপরি মনের জোর বাড়াতে, চুল কেটে ফেলেছেন পারমিতা সেনগুপ্তও। এদিন সোশ্যাল মিডিয়ায় ঐন্দ্রিলা শর্মা বান্ধবীর ন্যাড়া মাথার ছবি পোস্ট করে লেখেন, “কিছু বন্ধুত্ব এরকমও হয়।” তাঁদের এই বন্ধুত্বকে শুভেচ্ছা, ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =