কাগুজে বিয়ে সেরেই পিয়ার হাত জড়িয়ে ভালোবাসায় ভরা পোস্ট পরমব্রতর, হল ডিনার পার্টি

কাগুজে বিয়ে সেরেই পিয়ার হাত জড়িয়ে ভালোবাসায় ভরা পোস্ট পরমব্রতর, হল ডিনার পার্টি

parambrata

কলকাতা: অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীর সঙ্গে ঘর বাঁধলেন পরমব্রত চট্টোপাধ্যায়৷ সোমবার রাতেই রেজিস্ট্রি করে বিয়ে সারেন অভিনেতা৷ তাঁদের বিয়েতে সেই ভাবে জাঁকজমক ছিল না৷ একেবারেই সাদামাটা ভাবে পরিবার ও ঘনিষ্ট বন্ধুদের সঙ্গে নিয়ে বিয়ে সারেন তাঁরা৷ কিন্তু তাঁদের বিয়ের ছবি দেখার জন্য অপেক্ষায় ছিলেন ভক্তরা৷ অবশেষে বিয়ের ছবি শেয়ার করলেন পরমব্রত৷

পরমব্রত ছিলেন টলিউডের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’৷ সোমবার রাতে সেই পরমব্রতই বিয়ে করলেন সঙ্গীতশিল্পী তথা সমাজকর্মী ও মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তীকে।  ২০২১ সালে অনুপমের সঙ্গে বিচ্ছেদ হয় পিয়ার। তাঁদের বিচ্ছেদের পর থেকেই পরমব্রত ও পিয়ার প্রেমের গুঞ্জন ছড়ায় টলিপাড়ায়। যদিও সে কথা মুখে কখনই কবিুল করেননি তাঁরা৷ সেই জল্পনায় এবার পাকাপাকি সিলমোহর পড়ল। এদিন সোশাল মিডিয়ায় বিয়ের ছবি পোস্ট করে ভালোবাসায় ভরা বার্তা দেন পরমব্রত। তিনি লেখেন,  ‘আকাশের বুকে যখন সন্ধে নামে তখনই আমাদের পথচলা শুরু হোক’।

পরমব্রত

পরমব্রত-পিয়ার এই বিয়েতে ইন্ডাস্ট্রির কেউ আমন্ত্রিত না থাকলেও অনেকেই নব-দম্পতিকে তাঁদের পথ চলার শুভেচ্ছা জানায়েছে৷ ভবানীপুর হাউসে বসেছিল পরম-পিয়ার বিয়ের নৈশভোডের আসর৷ সেখানেও আমন্ত্রিতের সংখ্যা ছিল হাতেগোনা। ঘরোয়া পার্টিতে পরমব্রতকে দেখা যায় সাদা রঙের পাঞ্জাবী আর ধুতিতে৷ সঙ্গে নীল বুটির জহর কোর্ট। অন্যদিকে, পিয়া পরেছিলেন আসমানি নীল রঙের শাড়ি৷ চুল বাঁধা ছিল৷ সঙ্গে  সোনার গয়না আর একেবারে নামমাত্র মেকআপ। দুজনে একসঙ্গে ছবিও তোলেন তাঁরা৷  বিয়ের পর রিসেপশ পার্টিতে যাওয়ার আগে পরমব্রত বলেন, বেশি বয়সে বিয়ে করলে যেমন লাগে তাঁরও ঠিক তেমনই লাগছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − twelve =