বিয়ের পরদিনই হাসপাতালে পরম-পত্নী, হবে অস্ত্রোপচার, কী হল পিয়ার?

বিয়ের পরদিনই হাসপাতালে পরম-পত্নী, হবে অস্ত্রোপচার, কী হল পিয়ার?

parambrata

কলকাতা: যাবতীয় জল্পনা সত্যি করে সোমবার বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী মনো-সমাজকর্মী পিয়া চক্রবর্তী। কিন্তু, বিয়ের পরের দিনই হাসপাতালে ছুটতে হল পরম-পত্নীকে৷ কী হল পিয়ার? 

ছিমছামভাবে বিয়ের অনুষ্ঠান সারার পর সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন পরমব্রত৷ এর পরই শুভেচ্ছার বন্যায় ভাসেন নবদম্পতি। বিয়ে উপলক্ষে রাতে এক বন্ধুর বাড়িতে খাওয়াদাওয়ার আয়োজন করেছিলেন পরমব্রতর বন্ধুরা৷ সে কথা জানিয়েছিলেন অভিনেতা নিজেই। এতক্ষণ তো সব ঠিক ঠাকই ছিল৷  কিন্তু বিয়ের প্রথম রাত কাটতে না কাটতেই নববধূকে ছুটতে হল হাসপাতালে৷ 

সূত্রের খবর, ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হবে পরম-ঘরনির। বেশ কিছু দিন আগেই কিডনিতে পাথর ধরা পড়েছিল পিয়ার। সেই কষ্ট এখন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে৷ সেই খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় স্টেটাসও দিয়েছিলেন পিয়া। সেই কষ্ট আর সহ্য হচ্ছে না৷ তাই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হতে হল তাঁকে৷ পিয়ার শারীরিক পরিস্থিতি এখন কেমন, সে বিষয়ে অবশ্য পরিবার বা পরমব্রতের তরফে কিছু জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − one =