আজই বিয়ে পরমব্রত-পিয়ার, অনুপম রায়ের প্রাক্তন স্ক্রীর সঙ্গেই বাঁধছেন ঘর

আজই বিয়ে পরমব্রত-পিয়ার, অনুপম রায়ের প্রাক্তন স্ক্রীর সঙ্গেই বাঁধছেন ঘর

parambrata

কলকাতা: বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল তাঁদের বিয়ের গুঞ্জন৷ সেই গুঞ্জনই এবার সত্যি হল৷ সাত পাকে বাঁধা পড়তে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী৷ হ্যাঁ, অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীর সঙ্গেই আজ, ২৭ নভেম্বর গাঁটছড়া বাঁধছেন অভিনেতা৷ 

মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তীর সঙ্গে পরমের সম্পর্ক নিয়ে কানাঘুষো চলছিলই। এমনকী এও বলা হয়, পরমব্রতর জন্যেই নাকি ঘর ভেঙেছিল অনুপমের৷ যদিও পরমব্রত বারবার জানিয়েছিলেন, তাঁদের সম্পর্ক বন্ধুত্বের চেয়ে বেশি কিছুই নয়। তবে তাঁরা যে প্রেম করছেন, সে কথা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছিল৷ পিয়ার বাড়িতে পরমের যাতায়াত অনেকটাই বেড়েছিল। মাঝে দীর্ঘ দিন পরম যখন ছবির শুটিংয়ের জন্য লন্ডনে ছিলেন, সেই সময় পিয়া ছুটে গিয়েছিলেন তাঁর সঙ্গে দেখা করতে।

বছর দুয়েক আগে অনুপমের সঙ্গে পিয়ার ডিভোর্স হয়। গত কয়েকমাসে অনুপমের প্রাক্তনের সঙ্গে পরমব্রতের সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে উঠেছিল টলিপাড়ায়। তবে এবার সব জল্পনায় ইতি৷ গাঁটছড়া বাঁধছেন অভিনেতা। আর সেটা আজই৷ তবে খুব জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন করেননি তাঁরা। খুবই কম সংখ্যা নিমন্ত্রিত, আত্মীয় এবং একান্ত ঘনিষ্ঠ কিছু বন্ধুর উপস্থিতিতেই এক হবে চার হাত৷ টলিউডের বিশেষ কাউকেই সে ভাবে আমন্ত্রণ জানানো হয়নি বলেও খবর৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =