সমালোচকদের বুড়ো আঙুল, হানিমুনে পরম-পিয়া! কোথায় গেলেন নবদম্পতি?

সমালোচকদের বুড়ো আঙুল, হানিমুনে পরম-পিয়া! কোথায় গেলেন নবদম্পতি?

parambrata

কলকাতা: অনুপম রায়ের ‘প্রাক্তন’-এর সঙ্গে ঘর বাঁধতেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং-এর মুখে পড়েন পরমব্রত চট্টোপাধ্যায়৷ এমনকী তাঁর গায়ে লেগেছে ‘বউ চোর’-এর তকমা৷ বন্ধুর প্রাক্তন স্ত্রীর গলায় মালা দিয়ে টেনপাড়ায় রীতিমতো ‘খলনায়ক’ টলিউডের ব্যস্ততম এই অভিনেতা৷ তবে সে সব ট্রোলিং-এ ডোন্ট কেয়ার! সমালোচকদের বুড়ো আঙুল দেখিয়ে পিয়াকে নিয়ে হানিমুনে উড়ে গেলেন পরমব্রত৷ আর সেই কারণেই  কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করতে দেখা যাবে না তাঁকে৷ 

গত ২৭ নভেম্বর যোধপুরপার্কের বাড়িতে প্রায় সকলের অন্তরালে কাগুজে বিয়ে সারেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং মনোসমাজকর্মী পিয়া চক্রবর্তী। তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে৷ ধেয়ে এসেছে কটাক্ষ৷ এর একটাই কারণ-  পিয়া সঙ্গীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। পরম-পিয়ার বিয়ে নিয়ে যতই সমালোচনা হোক, তাঁদের মধুচন্দ্রিমা নিয়ে তৈরি হয়েছিল কৌতুহল৷ অনেকেই জানতে চাইছিলেন বিয়ের পর কোথায় যাচ্ছেন নবদম্পতি? 

যদিও বিয়ের পর দিনই পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয় পিয়াকে। কিডনিতে পাথর নিয়ে বেশ কয়েকদিন ধরেই কষ্ট পাচ্ছিলেন তিনি। শেষ পর্যন্ত বিয়ের পর দিনই অস্ত্রোপচার হয় তাঁর। শোনা যাচ্ছিল, আগামী কয়েকদিন স্ত্রীর শুশ্রূষায় ব্যস্ত থাকবেন পরমব্রত। যদিও সোমবার সন্ধ্যায় মিলল অন্য ইঙ্গিত৷ নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করেন পিয়া। ওই ছবিতে ডাবলিনে বড়দিনের মরসুমের ঝলক শেয়ার করেন তিনি। ক্যাপশনে লেখেন- ‘ডাবলিনে এখন বড়দিনের মরসুম’। 

হ্যাঁ, একটু সুস্থ হতেই নতুন বউকে নিয়ে সোজা আয়ারল্যান্ডে পাড়ি৷ এই মুহূর্তে ডাবলিনে নিভৃতে মধুচন্দ্রিমা কাটাচ্ছেন দু’জনে৷ বরফ মেখে চুটিয়ে এনজয় করছেন পরম-পিয়া৷ যদিও তাঁরা যে হানিমুনে গিয়েছেন, সে কথা স্পষ্ট করে জানাননি কেউই৷ 

অন্যদিকে ইনস্টাগ্রাম স্টোরিতে আরও একটি পোস্ট করেছেন পরমব্রত-ঘরণী। সেখানে তাঁকে দেখা গিয়েছে কালো হাইনেক গেঞ্জির উপর লং কোট পরে উষ্ণ পানীয়তে চুমুক দিচ্ছেন পিয়া৷ তাঁর মাথায় টুপি, হাতে গ্লাভস। ডাবলিনে যে জাঁকিয়ে ঠাণ্ডা পড়েছে, তা সেই ছবি থেকেই স্পষ্ট৷ পিয়া নিজের জীবনের সুন্দর মুহূর্ত সোশ্যালে শেয়ার করলেও পরমব্রত কখনই নেট দুনিয়ায় নিজের ব্যক্তিগত জীবনের ঝলক তুলে ধরেন না। হানিমুনেও তার অন্যথা হল না। 

তবে ডাবলিন যে পিয়ার মনে ধরেছে, সে কথা খোলা মনেই জানিয়েছেন পরম-পত্নী৷ আয়ারল্যান্ডের রাজধানী শহর ডাবলিন তাঁর এতটাই ভাল লেগেছে যে কমেন্টে সেখানে আবারও ফিরে আসার ইচ্ছেও প্রকাশ করেছেন পিয়া। তবে সূত্র বলছে, খুব শীঘ্রই পিয়াকে নিয়ে কলকাতায় ফিরবেন পরমব্রত। কারণ, ২৯তম কলকাতা চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব রয়েছে তাঁর কাঁধেই৷ আগামী ২৪ ডিসেম্বর ইন্ডাস্ট্রির সতীর্থ এবং বন্ধুদের নিয়ে রিসেপশনের আয়োজনও করেছেন পরমব্রত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 10 =