বেজে গিয়েছে পঞ্চায়েত ভোটের দামামা। আগামী ৮ জুলাই ভোট। পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হতেই শুরু হয়ে গেল মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। রাজ্যের গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামেও শুক্রবার সকাল থেকে দেখা গেল একই ছবি। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ১ ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থীরা মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে আসেন। শুভেন্দু অধিকারীর নির্বাচনী এজেন্ট তথা তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক মেঘনাথ পালের নেতৃত্বে শতাধিক বিজেপিকর্মী সমর্থক বাজনা সহযোগে মিছিল করে এসে মনোনয়ন জমা দেন। মাস খানেক আগে নন্দীগ্রাম ১ ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের ১৪ সদস্যের প্রার্থী তালিকা প্রকাশ করেছিল বিজেপি। সেখানেও একাধিক সংখ্যালঘু মুখ ছিল। মনোনয়ন ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে নন্দীগ্রাম।
একই ছবি বাঁকুড়াতেও। বিজেপির রাজ্য সহ সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এর উপস্থিতিতে এদিন ওন্দা বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু করলেন বিজেপির পঞ্চায়েত ভোটের প্রার্থীরা। নির্বাচন কমিশন সূত্রে খবর, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে বিডিও অফিস এবং জেলা পরিষদের ক্ষেত্রে জেলাশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
বৃহস্পতিবারই পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে রাজ্য নির্বাচন কমিশন। ভোটের দিনক্ষণ সামনে আসতেই শুরু হয়েছে নতুন করে টানাপোড়েন। মনোনয়ন দাখিলের জন্য় নির্দিষ্ট করে দেওয়া সময়সীমা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবির। কারণ, রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েতে জেলা পরিষদের আসন সংখ্যা- ৯২৮, পঞ্চায়েত সমিতির মোট আসন- ৯ হাজার ৭৩০, গ্রাম পঞ্চায়েতে মোট আসন- ৬৩ হাজার ২৮৩। এই বিপুল সংখ্য়ক আসনে, মনোনয়ন জমা দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে মাত্র ২৪ ঘণ্টা।
রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ই জুন, অর্থাৎ শুক্রবার থেকে শুরু করে, ১৫ই জুন অর্থাৎ আগামী বৃহস্পতিবার পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। রবিবার, বাদ দিলে মনোনয়ন জমা দেওয়ার জন্য পাওয়া যাচ্ছে ৬ দিন। এই ৬ দিন সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত, অর্থাৎ ৪ ঘণ্টা করে সময় পাওয়া যাবে মনোনয়ন জমা দেওয়ার জন্য। অর্থাই, টানা ঘণ্টার হিসাব ধরলে, মনোনয়ন জমা দেওয়ার জন্য মোট ২৪ ঘণ্টা সময়সীমা বরাদ্দ করা হয়েছে। এখানেই প্রশ্ন তুলছে বিরোধীরা। তাঁদের অভিযোগ, এত হাজার হাজার আসন, এত প্রার্থী, অথচ মনোনয়ের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হল না। টুইট করে একই অভিযোগে সরব হয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য়।