কলকাতা: অশান্তির আবহেই গ্রাম বাংলায় শুরু ভোটগ্রহণ। পঞ্চায়েত নির্বাচন ঘিরে বিভিন্ন জেলা থেকে উঠে আসছে অশান্তির ছবি৷ বুথে বুথে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ৷ ভোট দেখতে নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় যাওয়ার কথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের।
ভোটের সকালে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকে বাসুলডাঙা অঞ্চলের ১৭১ এবং ১৭২ বুথ৷ সিপিআইএম এজেন্টদের মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসকদলের।
পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার পর থেকেই উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। ভোটের দিনও অশান্তি এড়ানো গেল না৷ সকাল থেকেই ছড়াল উত্তেজনা৷ দিনহাটার এক নম্বর ব্লকের কোয়ালিদহ গ্রাম পঞ্চায়েতের ৭/২৫৫ বুথের নির্দল প্রার্থী ভোলা বর্মন-সহ তাঁর সমর্থকদের লক্ষ্য করে গুলি চালানোর পাশাপাশি বোমাবাজিরও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় ওই নির্দল প্রার্থীকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।