panchayat
কলকাতা: বিশ্বকর্মা পুজোর দিন তৃণমূলকে একহাত নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, ক্ষমতায় আসার পরের দিন তিন ঘণ্টার মধ্যে হলদিয়া থেকে তৃণমূলের শ্রমিক সংগঠনকে উৎখাত করে ছাড়বেন। এবার তাঁর হুঁশিয়ারি, ক্ষমতায় এলে রাজ্যে ফের পঞ্চায়েত ভোট করাবেন।
মঙ্গবার বীরভূমের সিউড়িতে ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির পঞ্চায়েতি রাজ সম্মেলনে উপস্থিত ছিলেন শুভেন্দু৷ সেখানেই তিনি বলেন, ক্ষমতায় এলে ছ মাসের মধ্য়ে ভোট করে মানুষের পঞ্চায়েত গড়বে বিজেপি। তাঁর কথায়, ‘‘আমরা যে দিন ক্ষমতায় আসব তৃণমূলের চোর, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা,. গণনায় কারচুপি করা ও বিডিও আইসিদের দ্বারা নির্বাচিতরা পদত্যাগ করতে বাধ্য হবে। ছয় মাসের মধ্য়ে ভোট করে নতুন পঞ্চায়েত গড়ব।
এদিন শুভেন্দু আরও বলেন, ‘‘ বালি চলছে, কয়লা চলছে, ডিসিআর চলছে, চুরি চলছে, ঠিকাদারির ভাগ চলছে, বিরোধীদের উপর অত্য়াচার চলছে….।’’ তাঁর দাবি, ‘‘পুরো ব্যবস্থার নাটের গুরু তোলাবাজ কয়লা ভাইপো। আগে কেষ্ট হয়ে মুড়ির টিন যেত পিসির কাছে। এখন সরাসরি পুলিশের মাধ্যমে টাকা যাচ্ছে।’’ এই বিস্ফোরক অভিযোগ তোলার পাশাপাশি, জেলার একাধিক পুলিশ আধিকারিকের নামও উল্লেখ করেন বিরোধী দলনেতা। তাঁর হুঁশিয়ারি যেদিন অনুব্রতর কাছে ভাইপো যাবে সেদিন তৃণমূল আর থাকবে না। প্রসঙ্গত, বছর ঘুরলেই লোকসভা ভোট৷ তাঁর আগে গেরুয়া শিবিরকে চাগিয়ে তোলার কাজ শুরু করে দিলেন শুভেন্দু৷ এমনটাই মত ওয়াকিবহাল মহলের৷