পুলিশ-আইএসএফ সংঘর্ষ-বোমাবাজিতে মধ্যরাতে অগ্নিগর্ভ ভাঙড়, এক আইএসএফ কর্মী-সহ নিহত দুই

পুলিশ-আইএসএফ সংঘর্ষ-বোমাবাজিতে মধ্যরাতে অগ্নিগর্ভ ভাঙড়, এক আইএসএফ কর্মী-সহ নিহত দুই

 ভাঙড়: পঞ্চায়েত ভোট গণনার রাতেও অগ্নিগর্ভ ভাঙড়। দফায় দফায় বোমাবাজি আর সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়াল গোটা এলাকায়৷ পুলিশ-আইএসএফের খণ্ডযুদ্ধে আহত দুই পক্ষেরই বেশ কয়েকজন৷ গুলিবিদ্ধ হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এক আইএসএফ কর্মী-সহ মৃত্যু দু’জনের৷

গতকাল রাতা থেকেই মুড়িমুড়কির মতো বোমা পড়তে শুরু করে ভাঙড়ে৷ ভোট লুঠের অভিযোগকে কেন্দ্র করে অশান্তি ছড়ায়৷ পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে বেশ কিছু আইএসএফ কর্মী৷ এর পরেই পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়ায় তারা৷ রাত সাড়ে ১২টা নাগাদ পরিস্থিতি চরমে পৌঁছয়৷ শুরু হয় ব্যাপক বোমাবাজি৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাসের সেল ফাটায় পুলিশ৷ ছোড়া হয় রবার বুলেট৷ বেশ কয়েক জন পুলিশকর্মী আহত হন৷ 

মনোনয়ন পর্ব থেকে যে রক্ত ঝরা শুরু হয়েছিল, ভোট গণনার রাত পর্যন্ত তা জারি থাকল৷ এই ক’দিন লাগামহীন হিংসার সাক্ষী থেকেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। বোমাবাজি হয়েছে, গোলাগুলি, দোকানপাটে আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে পরস্পর৷ ভোটের দিন সকালেও তৃণমূল-আইএসএফ সংঘর্ষে রণক্ষেত্রের রূপ নিয়েছিল এই এলাকা। দুজন আইএসএফ কর্মী গুলিবিদ্ধ হন৷ 

উল্লেখ্য, ভাঙড়ে ১৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৮টিই এসেছে তৃণমূলের দখলে৷ একটি আসন দখব করেছে আইএসএফ এবং জমিরক্ষা কমিটির জোট৷  ভাঙড়-২ ব্লকের দুটি জেলা পরিষদের আসনে এখনও ফল ঘোষণার আগেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় আইএসএফ। বুধবার সকালেও পরিস্থিতি ছিল থমথমে। এলাকায় টহল দিচ্ছে বিশাল পুলিশবাহিনী৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *