ফের বিস্ফোরক পামেলা, দোষ প্রমাণে মৃত্যুবরণের হুঁশিয়ারি বিজেপি নেত্রীর

ফের বিস্ফোরক পামেলা, দোষ প্রমাণে মৃত্যুবরণের হুঁশিয়ারি বিজেপি নেত্রীর

কলকাতা: ফের বিস্ফোরক বিজেপি যুব নেত্রী পামেলা গোস্বামী। বৃহস্পতিবার আদালতে যাওয়ার পথে বিজেপি নেতা রাকেশ সিং ও নিউ আলিপুর থানার ওসির বিরুদ্ধে করলেন মারাত্মক ষড়যন্ত্রের অভিযোগ। নিউ আলিপুর কোকেনকাণ্ডে ধৃত পামেলা এদিন আদালতে দাঁড়িয়ে অভিযোগ করেন, “রাকেশ সিং ও নিউ আলিপুর থানার ওসি ষড়যন্ত্রে জড়িত। দোষ প্রমাণিত হলে মৃত্যুবরণ করতেও রাজি আছি।”

চলতি বছরের গোড়ার দিকে মাদক কাণ্ডে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ গ্রেফতার করে বিজেপির যুব নেত্রী পামেলা গোস্বামী কে। ধরা পড়ার পর থেকেই পামেলা বারবার তাকে চক্রান্ত করে ফাঁসানো অভিযোগ তুলেছেন। প্রত্যেকবারই তার অভিযোগের তীর বাহুবলী বিজেপি নেতা রাকেশ সিং এর দিকে। পুলিশের তদন্তের উপর আশ্বাস রেখে এর আগে রাকেশের বিরুদ্ধে যৌন হেনস্থারও অভিযোগ করেছিলেন পামেলা। বৃহস্পতিবার ফের তাকে পরিকল্পনা করে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেছেন পামেলা।

এদিন আলিপুর আদালতে যাওয়ার পথে পামেলা জানান, তার স্বচ্ছ ভাবমূর্তি কালিমালিপ্ত করতেই তাকে পূর্বপরিকল্পিতভাবে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। এই ষড়যন্ত্রে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ বিজেপি নেতা রাকেশ সিংহ এবং নিউ আলিপুর থানার ওসিও জড়িত আছে বলে জানিয়েছেন পামেলা। প্রসঙ্গত, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে জামিনের আর্জি করেছিলেন রাকেশ। যদিও আদালত তার আর্জি খারিজ করে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 8 =