কলকাতা: টলিউডের উঠতি অভিনেত্রী পল্লবী দে’র আচমকা মৃত্যু বেশ কিছু প্রশ্ন তুলে দিয়ে গিয়েছে। মৃত্যুর ১৭ ঘণ্টা আগেও যিনি রিল ভিডিয়ো পোস্ট করেছিলেন, তিনি হঠাৎ কেন আত্মহত্যা করলেন? তাঁর এই অস্বাভাবিক মৃত্যুর জন্য কি পরোক্ষ ভাবে দায়ি তাঁর লিভ ইন সঙ্গী সাগ্নিক চক্রবর্তী?
আরও পড়ুন-খুন না আত্মহত্যা? কী বলছে অভিনেত্রী পল্লবীর ময়নাতদন্তের রিপোর্ট?
পল্লবীর মৃত্যুর পর থেকেই সাগ্নিকের জীবনযাপন নিয়ে একের পর এক তথ্য উঠে আসতে শুরু করেছে৷ জানা গিয়েছে পল্লবীর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগেই বিবাহিত ছিলেন সাগ্নিক৷ কিন্তু সেই সম্পর্ককে আড়ালে রেখেই তিনি পল্লবীর সঙ্গে লিভ-ইন সম্পর্কে জড়ান৷ তবে পল্লবীর পরিবারের দাবি, পল্লবীরই দুই বান্ধবীর সঙ্গে নাকি সম্পর্ক ছিল সাগ্নিকের৷ তবে কি প্রিয় মানুষের কাছ থেকে এই আঘাত সহ্য করতে না পেরেই এই চরম সিদ্ধান্ত?
পল্লবীর বাবা নীলু দে-র দাবি, পল্লবীর সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকাকালীনই তাঁর মেয়ের এক বান্ধবীর সঙ্গে সম্পর্কে জড়ান সাগ্নিক। পল্লবীর অনুপস্থিতিতে তাঁদের গরফার বাড়িতে যাতায়াত ছিল সেই বান্ধবীর৷ সেটি বিষয়টি সম্ভবত জানতে পেরে গিয়েছিলেন পর্দার ‘গৌরী’। সেখান থেকেই অশান্তির সূত্রপাত৷ শুধু ঝগড়া বা কথাকাটাকাটিই নয়, পল্লবীর গায়েও নাকি হাত তুলতেন তাঁর লিভ-ইন পার্টনার। যদিও সূত্রের খবর, সাগ্নিক পুলিশিকে জানিয়েছেন, তিনি পল্লবীর সঙ্গেই থাকতে চেয়েছিলেন এবং আগের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বিবাহবিচ্ছেদের জন্য আইনি পদক্ষেপও করেছিলেন।
তবে টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, পল্লবী নাকি ইদানিং একটু চুপচাপ থাকতেন৷ সম্পর্ক থেকেও বেরিয়ে আসতে চেয়েছিলেন পর্দার ‘সিরাজের বেগম’৷ এই সম্পর্কে তাঁর দমবন্ধ হয়ে আসছিল৷ যদিও সাগ্নিক পুলিশকে জানিয়েছে, তিনি আর্থিক চিন্তায় ভুগছিলেন৷ তবে সেই দাবি খারিজ করে টলিপাড়ার দাবি, গত তিন বছর ধরে গুরুত্বপূর্ণ চরিত্রেই অভিনয় করছিলেন পল্লবী৷ কাজের জন্য তাঁকে বসে থাকতে হয়নি৷ দাবি, পাল্টা দাবিতে ক্রমেই ঘনীভূত হচ্ছে অভিনেত্রীর মৃত্যু রহস্য৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>