‘বন্ধু’ চিন নয়, করোনা টিকার জন্য শেষে ভারতের কাছেই হাত পাতছে পাকিস্তান

এ পর্যন্ত মোট ৬৫টি দেশে করোনা ভ্যাকসিন পাঠিয়েছে ভারত

নয়াদিল্লি: ‘বন্ধু’ চিনের কাছ থেকে করোনা ভ্যাকসিন কেনার কথা হয়েছিল পাকিস্তানের, সেই মতো কাজও এগোচ্ছিল, কিন্তু হঠাৎ বেজে উঠল উল্টো সুর। করোনা ভাইরাসের ভ্যাকসিনের জন্য শেষমেশ ভারতের কাছেই হাত পাততে হল ইমরান সরকারকে। ভারতের উপর এই নির্ভরতা কতটা ভালো চোখে দেখে সে দেশের জনগণ, সেটাই এখন দেখার। 

ভারতে তৈরি ৪৫ লক্ষ করোনা ভ্যাকসিনের ডোজ নিচ্ছে পাকিস্তান সরকার, এদিন এমনটাই জানা গেছে সূত্রের খবরে। তবে এই ভ্যাকসিন ডোজ সরাসরি ভারত সরকারের হাত থেকে নিচ্ছে না পাকিস্তান। এক্ষেত্রে একপ্রকার মধ্যস্থতার কাজ করবে গাভি (GAVI, the vaccine alliance)। বস্তুত, গাভি হল একটি বিশ্বজনীন স্বাস্থ্য প্রতিষ্ঠান যা পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষত শিশুদের জন্য সংক্রামক ব্যাধির ভ্যাকসিন সরবরাহ করে থাকে। ভারতের থেকে করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য এখন এই সংস্থার শরণাপন্নই হয়েছে প্রতিবেশী পাকিস্তান। 

ইতিমধ্যে ভারতের কাছ থেকে করোনা ভ্যাকসিন নিয়েছে অন্যান্য প্রতিবেশী দেশগুলি। শ্রীলঙ্কা,নেপাল ভূটান আফগানিস্তান বাংলাদেশ মায়ানমার মালদ্বীপ প্রভৃতি সব দেশেই পৌঁছে গেছে ভারতে তৈরি টিকা। এখন পাকিস্তানে এই টিকা পৌঁছে গেলেই পূর্ণ হবে ষোলো কলা। উল্লেখ্য, বর্তমানে বিশ্বের মোট ৬৫টি দেশে করোনা ভ্যাকসিন সরবরাহ করছে ভারত। এদের মধ্যে কেউ কেউ সম্পূর্ণ মূল্য দিয়ে ভ্যাকসিন কিনে ফেলেছে, কেউ আবার চুক্তির আশ্রয়ও নিয়েছে। যে দেশগুলি ভারতের কাছ থেকে করোনা টিকা নিয়েছে সেই তালিকায় রয়েছে ব্রাজিল, মরিশাস, সিশেলেস, বাহরাইন, আলজিরিয়া, ইজিপ্ট, মরোক্কো, ওমান, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, কুয়েত, ডোমিনিকা, বারবাডোস, আর্জেন্টিনা, মেক্সিকো, সৌদি আরব, সার্বিয়া, ঘানা, ইউক্রেন , নাইজেরিয়া, কম্বোডিয়া প্রভৃতি। 

ভারতে পুণের সিরাম ইনস্টিটিউট নির্মিত ভ্যাকসিন কোভিশিল্ড এবং ভারত বায়োটেক নির্মিত কোভ্যাকসিনের টিকা বন্টন চলছে। বিদেশেও চাহিদার অনুযায়ী পাঠানো হচ্ছে এই দুই প্রকার ভ্যাকসিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 7 =