ইসলামাবাদ: জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে হামলার নৃশংসতার স্মৃতি আজও তাড়া করে বেড়ায় ভারতবাসীকে। সেই ঘটনায় পাকিস্তানের অন্তর্ভুক্তির প্রমাণ মিললেও এতদিন তা অস্বীকার করে এসেছে ইমরান খান সরকার। বারংবার দাবি করা হয়েছে, ভারত ইচ্ছে করে পাকিস্তানকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করছে। তবে এবার আর কোনও রাখঢাক নেই। কারণ খোদ পাকিস্তানের তরফের দাবি করা হল, পুলওয়ামায় হামলা ইমরান খান সরকারের সাফল্যের অন্যতম নিদর্শন! সংসদে দাঁড়িয়ে সবার সামনে এই কথা স্বীকার করলেন পাকিস্তানের মন্ত্রী ফওহাদ চৌধুরী।
এদিন তিনি বলেন, ‘অভিনন্দন বর্তমানকে যখন আটক করা হয়েছিল তখন পাকিস্তান ভয় পাচ্ছিল ভারত রাত ন’টার মধ্যে হামলা করতে পারে। কিন্তু আমরা ভারতে ঢুকে মেরেছি। পুলওয়ামায় যে হামলা হয়েছে তা আসলে ইমরান খান নেতৃত্বাধীন সরকারের অন্যতম সাফল্য। একইসঙ্গে পাকিস্তানবাসীর সাফল্য।’ ভরা সংসদে দাঁড়িয়ে পাকমন্ত্রীর এই ধরনের মন্তব্য পাকিস্তানের আসল চেহারার বর্ণনা দেয়। এতদিন ধরে যে বিষয়টা পাকিস্তান সরকার সরাসরি অস্বীকার করেছিল, এখন সেই বিষয়ে সংসদে দাঁড়িয়ে সবার সামনে স্বীকার করে নিল তারা।
পুলওয়ামা হামলায় পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ঈ-মহম্মদ দোষ স্বীকার করে নেওয়ার পরেও পাকিস্তান বারবার এই ঘটনায় নিজেদের অংশীদারির কথা অস্বীকার করেছিল। স্পষ্ট দাবি করা হচ্ছিল, পুলওয়ামা হামলায় পাকিস্তানের কোনো ভূমিকা নেই। পরবর্তী ক্ষেত্রে ভারত অধিকৃত কাশ্মীরে এয়ারস্ট্রাইক করে। সেই ঘটনায় ভারতের বায়ু সেনার পাইলট অভিনন্দন বর্তমান আটক হন পাকিস্তানের সেনাবাহিনীর দ্বারা। তবে ৫৮ ঘন্টার মধ্যেই তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয় পাকিস্তান। ২০১৯ সালের ১ মার্চ অভিনন্দন বর্তমানকে ছেড়ে দেয় পাকিস্তান। ওয়াদা আত্তারি সীমান্ত দিয়ে ভারতে নিজের ঘরে ফেরেন তিনি।