imran khan
লাহোর: তোশাখানা মামলায় গ্রেফতার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান জামিন পেলেও, আপাতত দেলেই থাকতে হচ্ছে তাঁকে। কারণ, সাইফার মামলায় বিস্ফোরক বয়ান দিতেই মঙ্গলবার ফের গ্রেফতার হন তিনি। এদিকে, জেলে থাকলেও, বেশ রাজার হালেই রয়েছেন ইমরান। ৯ বাই ১১-র প্রিজন সেলে ইমরানের জন্য বসানো হয়েছে দামি কমোড। আনা হয়েছে এয়ার কুলার। খাওয়া-দাওয়াও বেশ বাদশাহী। প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্য নিয়মিত রান্না হচ্ছে চিকেন-মাটন। তাঁর যাতে কোনও রূপ অসুবিধা না হয়, তার জন্য লাগোয়া ব্যারাকও ফাঁকা রাখা হয়েছে।
বর্তমানে আটক জেলে বন্দি রয়েছেন প্রাক্তন পাক ক্রিকেটার তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। তিনি এক কথায় ‘হাই প্রোফাইল বন্দি’৷ জেলে তাঁকে কী কী সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে, সে বিষয়ে জানতে চেয়েছিল পাকিস্তানের সুপ্রিম কোর্ট। আদালতের প্রশ্নের জবাব দিয়ে জেল প্রশাসনের তরফে অ্যাটর্নি জেনারেলের অফিসে রিপোর্ট জমা দেওয়া হয়। সেখানেই জানানো হয় ইমরানের জন্য সেলে কী কী বন্দোবস্ত করা হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, আটক জেলের সবথেকে সুরক্ষিত অংশ ব্লক-২-এ রাখা হয়েছে ইমরানকে। সেখানে চারটি সেল ফাঁকা করে হাই অবজারভেশন ব্লক হিসাবে ঘোষণা করা হয়েছে। জেলে প্রাক্তন প্রধানমন্ত্রীর যাতে কোনও রকম সমস্যা না হয়, তার জন্য সেল হোয়াইটওয়াশও করা হয়। মেঝেতে সিমেন্ট করা হয়েছে, সিলিং ফ্যানও বসানো হয়েছে।