ইন্ডিয়া নামে সাইট খুলে সেনাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে পাক জঙ্গিরা, সতর্ক করল সরকার

ইন্ডিয়া নামে সাইট খুলে সেনাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে পাক জঙ্গিরা, সতর্ক করল সরকার

pakistan

নয়াদিল্লি: ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত আধিকারিকদের নিশানা করতে চাইছে পাকিস্তানি সাইবার হামলাকারীরা। .IN. নাম দিয়ে ওয়েবসাইট খুলে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে তছনছ করার লক্ষ্য নিয়েছে তারা।  সাইবার সুরক্ষা সংক্রান্ত নির্দেশিকা জারি করে এমনটাই জানাল ভারত সরকার। সেখানেই এই বিষয়টি উল্লেখ করা হয়েছে৷ পাকিস্তানি সাইবার হামলাকারীরা নতুন ছক কষছে বলেও সতর্ক করা হয়েছে। ইন্ডিয়া নাম ব্যবহার করে প্রতিরক্ষা দফতরের কর্মী আধিকারিকদের বিভ্রান্ত করে দিতে চাইছে৷ চাইছে তথ্য় হাতিয়ে নিতে। কেন এই কৌশল?

এই IN ব্যবহারের পিছনে একটি গুরুগম্ভীর কারণ রয়েছে৷ কারণ IN লেখা ওয়েবসাইট ব্যবহার করে থাকেন ভারতের একেবারে শীর্ষমহল৷ ভারতের গোপন তথ্য হাতাতে তাই অস্ত্র করা হয়েছে এই IN-কে৷ এই  ধরনের সাইট তৈরি করে তাতে ইন্ডিয়া লিখে ভারতকে বিভ্রান্ত করার মতলব এঁটেছে পাক জঙ্গীরা। যাঁদের মূল লক্ষ্য ভারতের প্রতিরক্ষা আধিকারিকদের ফাঁদে ফেলা৷ 

মানি কন্ট্রোলে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক শাখার কর্মী আধিকারিক তাদের টার্গেটে রয়েছে। তার মধ্য়ে ভারতীয় নৌসেনাও রয়েছে।রয়েছেন ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও-র কর্মী আধিকারিকরাও৷ কারণ ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত নানা সাজ সরঞ্জাম তারাই তৈরি করে থাকে৷ 

যে ওয়েবসাইটগুলি পাকিস্তানি জঙ্গিরা ভারতের নাম করে ছড়িয়ে দিচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে তার সম্ভাব্য তালিকা হল-  coorddesk.in,  Ksboards.in এবং coordbranch.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =