কলকাতা: অক্সিজেনের প্রয়োজন মেটাতে এবার তৈরি করা হল অক্সি এক্সপ্রেস৷ এবার থেকে প্রয়োজন পড়লেই বাড়ির দরজায় অক্সিজেন পৌঁছে দেবে এক্সপ্রেস।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়েই নিউ আলিপুর সুরুচি সঙ্ঘ ও অন্যান্য কয়েকটি সংস্থা ও ব্যক্তির উদ্যোগে পাঁচটি গাড়ি উদ্বোধন করা হয়৷সোমবার এই অক্সি এক্সপ্রেসের উদ্বোধন করেন সুরুচি সঙ্ঘের সভাপতি তথা বিদ্যুৎ, যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এর পোশাকি নাম দেওয়া হয়েছে অক্সি এক্সপ্রেস৷ প্রথমে পাঁচটি গাড়ির ব্যবস্থা করা হয়েছে৷ আগামী দিনে চাহিদা অনুযায়ী গাড়ির সংখ্যা বাড়ানো হবে বলেও জানান অরূপ বিশ্বাস। এরই সঙ্গে গাড়িটিতে একজন চিকিৎসকেরও ব্যবস্থা করা হয়েছে।
শুধু অক্সিজেন সিলিন্ডার ও কনসেনট্রেটরই নয়, ব্যবস্থা করা হয়েছে ফ্রি টেলি মেডিসিন পরিষেবারও৷ অর্থাৎ এই পরিষেবার মাধ্যমে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শও নিতে পারবেন জনগণ। করোনা আক্রান্ত হয়ে যাঁরা বাড়িতেই আইসোলেশনে আছেন, তাঁদের জন্য নার্সিং কনসালটেন্টেরও ব্যবস্থা রয়েছে। এছাড়াও সুরুচি সঙ্ঘের উদ্যোগে নার্সিং ডায়েটিশিয়ানের সঙ্গে কথা বলে পরামর্শ নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই পরিষেবা পাওয়ার জন্য একটি টোল ফ্রি নম্বর দেওয়া হয়েছে৷ নম্বরটি হল ১৮০০ ৩০৯ ৯০৯৯। এই টোল ফ্রি নম্বরে ফোন করলেই অক্সি এক্সপ্রেস পৌঁছে যাবে বাড়ির দোরগোড়ায়।
প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমিত হওয়ার হার এত বেশিমাত্রায় হয়েছে এবং অধিকাংশ রোগীরই অক্সিজেনের দরকার পড়ছে। সেই সঙ্গে অক্সিজেনের ঘাটতি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মূলত অক্সি এক্সপ্রেসের মাধ্যমে দক্ষিণ কলকাতার মানুষকেই পরিষেবা দেওয়া হবে। বেহালা, টালিগঞ্জ সহ দক্ষিণ কলকাতা যেসব জায়গায় অক্সিজেন সিলিন্ডার বা কনসেনট্রেটরের প্রয়োজন পড়বে, সেসব এলাকায় অক্সিজেন নিয়ে পৌঁছে যাবে অক্সি এক্সপ্রেস। এর আগে ভারতীয় রেলের উদ্যোগে অক্সিজেন এক্সপ্রেস তৈরি করা হয়৷